ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্থায়ী শান্তি ও উন্নয়নের ওপর চীনের গুরুত্বারোপ
  2017-11-18 15:50:47  cri
নভেম্বর ১৮: ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্থায়ী শান্তি ও উন্নয়নের ওপর আবারও গুরুত্বারোপ করেছে চীন। জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধিদলের অস্থায়ী প্রধান উ হাই থাও গতকাল (শুক্রবার) বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত এ অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তির জন্য এবং নতুন করে যুদ্ধ-বিগ্রহ প্রতিরোধে প্রচেষ্টা অব্যাহত রাখা।

নিরাপত্তা পরিষদে আয়োজিত 'ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ' শীর্ষক এক আলোচনাসভায় তিনি বলেন, সাম্প্রতিককালে লিবিয়া ও সিরিয়া পরিস্থিতির অবনতি ঘটেছে। এতদঞ্চলের অধিকাংশ দেশকে ভারসাম্যহীন উন্নয়ন, জাতিগত দ্বন্দ্ব, উদ্বাস্তু ও অভিবাসী সংকট এবং অন্তঃদেশীয় অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত এ সকল সমস্যা সমাধানের প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং এ ক্ষেত্রে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ওপর নির্ভর করা। যুদ্ধবিধ্বস্ত দেশ ও অঞ্চলের পুনর্গঠন প্রক্রিয়া জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উ হাই থাও আরও বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চল 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এলাকা। চীন এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং স্থায়ী উন্নয়নের জন্য অবদান রেখে যাবে। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040