চীন-ভারত উদ্ভাবন সহযোগিতায় বিশাল সহযোগিতার সুযোগ রয়েছে
  2017-11-17 18:13:09  cri
নভেম্বর ১৭: সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ঘনিষ্ঠ বিনিময় করেছে। তাছাড়া কৃষিপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও স্মার্ট শহরসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতায়ও ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় চীন-ভারত প্রযুক্তি, উদ্ভাবন এবং বিনিয়োগ সহযোগিতা ফোরামে ভারতে চীনের রাষ্ট্রদূত লুও চাও হুই বলেন, বিশ্বের দু'টি বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আরো শক্তিশালী দেশ প্রতিষ্ঠার পথে ইতিবাচক চেষ্টা করছে দু'দেশ। ভারতের সঙ্গে উদ্ভাবন সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ইচ্ছুক চীন।

তিনি আরো বলেন, বর্তমানের ভিত্তিতে সরকার-সরকার উদ্ভাবন সহযোগিতা ব্যবস্থা ও প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে পারবে দু'দেশ। একই সঙ্গে নতুন জ্বালানিসম্পদ, পরিবেশ সংরক্ষণবিষয়ক প্রযুক্তি, কৃষি, ইন্টারনেট তথ্যপ্রযুক্তি, ঐতিহ্যবাহী ঔষধ ও প্রযুক্তি অর্থব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীর করা হবে।

ভারত-চীন বাণিজ্য কেন্দ্রের চেয়ারম্যান শুক্লা বলেন, এবারের ফোরামের বৃহত্তম তাত্পর্য হলো প্রযুক্তি উন্নয়নে গুরুত্বারোপ করে দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের জন্য সহযোগিতার আরো সুযোগ তৈরি করা। (জিনিয়া ওয়াং/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040