যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে কর হ্রাস বিল গৃহীত
  2017-11-17 18:09:58  cri
নভেম্বর ১৭: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে গতকাল (বৃহস্পতিবার) ভোটের মাধ্যমে কর হ্রাস বিল গৃহীত হয়েছে। এটি হলো গত ৩০ বছরে দেশটির বৃহত্তম আকারের কর হ্রাস পরিকল্পনার প্রথম ধাপ। মার্কিন শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ পরিবারের কর হ্রাস হলেও ফেডারেল বাজেট ঘাটতি বিপুল মাত্রায় বেড়েছে।

এদিন রিপাবলিকান পার্টি-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ২২৭টি স্বপক্ষে এবং ২০৫টি বিপক্ষ ভোটে কর হ্রাস ও কর্মসংস্থান বিল গৃহীত হয়।

বিল অনুযায়ী, ফেডারেল শিল্পপ্রতিষ্ঠানের আয়কর হার বর্তমানের ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে কমে দাঁড়াবে। অন্যদিকে ফেডারেল ব্যক্তিগত আয়কর হার আগের ৭ প্রকার থেকে ৪ প্রকারে পরিবর্তিত হবে। তা হলো ১৯৮৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে বৃহত্তম আকারের কর হ্রাস বিল।

ওয়াশিংটনের থিঙ্কট্যাঙ্ক কেন্দ্রের গবেষণা অনুসারে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ৭ শতাংশ করদাতার করের চাপ বাড়বে, এ পরিসংখ্যান ২০২৭ সালে ২৫ শতাংশে দাঁড়াবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়া অনুসারে, প্রতিনিধি পরিষদে বিলটি গৃহীত হওয়ার পর তা সিনেটে পাঠানো হবে। এর পর সিনেটে ভোটাভুটির পর তা প্রেসিডেন্টের কাছে দাখিল করা হবে। প্রেসিডেন্টের স্বাক্ষরের পর আইনে পরিণত হবে বিলটি।

(জিনিয়া ওয়াং/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040