ভারতে চীনের 'হাইয়ার' কোম্পানির শিল্প-পার্ক চালু
  2017-11-17 15:18:30  cri

নভেম্বর ১৭: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে ওন্দাল শহরে চীনা কোম্পানি 'হাইয়ার' শিল্প-পার্ক আনুষ্ঠানিকভাবে উত্পাদন শুরু করেছে। ভারতে প্রথম শিল্প-পার্ক তৈরি করলো চীনের ঘরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ কোম্পানি।

শিল্প-পার্কের আয়তন এক লাখ ৬০ হাজার বর্গমিটার। এতে নতুন দু'টি কারখানা তৈরি করা হয়েছে। এখন ভারতে বার্ষিক ১৮ লাখ হাইয়ার রেফ্রিজারেটর তৈরি করা হবে। তা ছাড়া, ওয়াটার হিটার, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং টিভি উত্পাদন লাইন গড়ে তোলা হবে এবং প্রতি লাইনের উত্পাদন ক্ষমতা পাঁচ লাখ পণ্য। সেখানে প্রত্যক্ষভাবে দুই হাজার এবং ১২ হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।

নতুন কারখানা ভারতের ভোক্তা চাহিদা পূরণ করবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পণ্য রপ্তানি করবে।

উল্লেখ্য, ভারতের বাজারে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছে চীনের হাইয়ার কোম্পানি। তারা গবেষণা, উত্পাদন ও বিক্রয়সহ সবকাজ ভারতেই সম্পন্ন করে।

(শিশির/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040