সিরিয়া বিষয়ে বৈঠক করবে তিন জাতি
  2017-11-17 15:15:34  cri

নভেম্বর ১৭: তুরস্কের প্রেসিডেন্ট ভবন জানিয়েছে, আগামী ২২ নভেম্বর রাশিয়ার সোচিতে সিরিয়া বিষয়ে বৈঠক করবেন তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট।

তুরস্কের আনাদুলো বার্তা সংস্থা গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ভবনের উদ্ধৃতি দিয়ে জানায়, তুর্কি প্রেসিডেন্ট রেজেব থাইয়েপ এরদোয়াঁন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ বৈঠকে অংশ নেবেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে সিরিয়া সমস্যার সর্বশেষ অগ্রগতি ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা।

চলতি বছর, রাশিয়া, তুরস্ক ও ইরানের যৌথ প্রচেষ্টায় সিরিয়া সমস্যা নিয়ে নানা পক্ষ কাজাখস্তানের রাজধানী আসতানায় কয়েকটি বৈঠক আয়োজন করে। এ বৈঠক সিরিয়া-বিষয়ক জেনিভা শান্তি আলোচনার ভিত্তি স্থাপন করেছে।

(শিশির/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040