ফিলিপাইন সফর শেষে দেশে ফিরেছেন চীনা প্রধানমন্ত্রী
  2017-11-17 09:26:03  cri

নভেম্বর ১৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ফিলিপাইনের মানিলায় অনুষ্ঠিত ২০তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন, ২০তম আসিয়া ও চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলন এবং ১২তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণ এবং সফল ফিলিপাইন সফর শেষে বিশেষ বিমানে গতকাল বিকেলে বেইজিং ফিরে এসেছেন।

ম্যানিলা ত্যাগের প্রাক্কালে ফিলিপাইন সরকার বিমানবন্দরে এক আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান আয়োজন করে। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রী আলান পেতার কায়েতানোর সঙ্গীতে এবং প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং একসাথে গার্ড অব অনার পরিদর্শন করেন। ফিলিপাইনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাও চিয়ানহুয়াও বিদায় অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ঘোষণা করেন যে, চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে দক্ষিণ চীন সাগরে আচরণ বিধি বা কোড অব কন্ডাক্ট বিষয়ক আলোচনা শুরু হয়েছে যা আসিয়ান দেশগুলোর ব্যাপক সমর্থন পেয়েছে।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040