সঠিকভাবে 'প্যারিস চুক্তি'-র অবস্থা বুঝিয়ে কার্যকরভাবে তা বাস্তবায়নের আহ্বান চীনের
  2017-11-16 18:11:32  cri
নভেম্বর ১৬: জার্মানির বন শহরে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে ২০২০ সালের আগে জলবায়ু কর্মবিষয়ক সমস্যা নিয়ে উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে চীনা প্রতিনিধি দলের প্রধান সিয়ে চেন হুয়া বলেন, উন্নয়নশীল ও উন্নত দেশের মধ্যে মতভেদ রয়েছে। মতভেদ মোকাবিলার উপায় হলো সঠিকভাবে 'প্যারিস চুক্তি'-র অবস্থা বুঝিয়ে কার্যকরভাবে তা বাস্তবায়ন করা।

সম্মেলনে চীনা প্রতিনিধি দলের আলোচক ছেন জি হুয়া বলেন, এবার সম্মেলনে উচিত কিওটো প্রোটোকল, দোহা সংশোধনীর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া, ২০২০ সালের আগে উন্নত দেশগুলোর জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানোর লক্ষ্য নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশের পুঁজি ও প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি নিশ্চিত করা।

দক্ষিণ আফ্রিকার পরিবেশবিষয়ক মন্ত্রী এডনা মলেয়া বলেন, উন্নত দেশগুলোর উচিত ২০২০ সাল পর্যন্ত প্রতিবছর উন্নয়নশীলদেশগুলোকে ১০০বিলিয়ন মার্কিন ডলার সমর্থনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। (জিনিয়া ওয়াং/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040