চীনা নৌ বাহিনীর জাহাজ 'ছিচিকুয়াং' শ্রীলংকা সফর শেষে থাইল্যান্ড  যাচ্ছে
  2017-11-16 13:49:55  cri
নভেম্বর ১৬: শ্রীলংকায় ৪ দিন সফর শেষ করে গত মঙ্গলবার থাইল্যান্ডের উদ্দেশ্যে কলম্বো ত্যাগ করেছে চীনা নৌ বাহিনীর জাহাজ 'ছিচিকুয়াং'।

সফরকালে জাহাজের অধিনায়ক মেজর জেনারেল ইয়ান চেং মিং শ্রীলংকা নৌ বাহিনীর প্রধান সিরিমেভান রানাসিংহ আর পশ্চিম সামরিক অঞ্চলের সেনাপতি মেজর জেনারেল নিরাজা আটিগালের সাথে সাক্ষাত্ করেন। তাঁরা শ্রীলংকার প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়, নৌ বাহিনীর জাহাজ ও হার্বার সিটি প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে চীনের নৌ বাহিনীর সামরিক বিদ্যালয়ে প্রশিক্ষিত শ্রীলংকার ১২ জন কর্মকর্তার সাথে তাদের দেখা হয়।

সফরকালে দু'দেশের নৌ বাহিনীর সৈন্যরা পারস্পরিক জাহাজ পরিদর্শন,সেমিনার ও খেলাধুলা প্রতিযোগিতাও অংশ নেন।

শ্রীলংকা সফর শেষে 'ছিচিকুয়াং' জাহাজ এখন থাইল্যান্ড সফরে যাচ্ছে।

(সুবর্ণা/মহসিন/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040