চীনের প্রধানমন্ত্রী ও ফিলিপাইনের প্রেসিডেন্টের যৌথ সাংবাদিক সম্মেলন
  2017-11-16 10:02:52  cri

নভেম্বর ১৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে গতকাল (বুধবার) রাজধানী ম্যানিলায় এক যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে লি খ্য ছিয়াং বলেন, চীন ও ফিলিপাইন প্রতিবেশী দেশ। দু'দেশের জনগণের মৈত্রী সুদীর্ঘকালের। যদিও দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু বাধা বিপত্তি আছে তবুও দু'দেশের জনগণের মনে সুসম্পর্ক ধরে রাখার আকাঙ্খায় কোনো পরিবর্তন হয়নি। তিনি আশা করেন দু'দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার টেকসই উন্নয়ন বাস্তবায়নে চেষ্টা চালাবে।

লি খ্য ছিয়াং জোর দিয়ে বলেন, চীন ও ফিলিপাইন উভয়ই উন্নয়নশীল দেশ। দু'দেশের অর্থনীতি এবং জনসাধারণের জীবন যাপনের মান উন্নয়নই গুরুত্বপূর্ণ কর্তব্য। বর্তমানে অবকাঠামো নির্মাণ, বাণিজ্য, পর্যটন, কৃষি ও দারিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। চীন ফিলিপাইনের অবকাঠামো নির্মাণে অংশ নিতে এবং আন্তর্জাতিক সমাজকে দু'দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের ইঙ্গিত দিতে আগ্রহী।

লি খ্য ছিয়াং আশা করেন ফিলিপাইনের তথ্য মাধ্যম চীনে আসবে এবং চীনের তথ্য মাধ্যমের সঙ্গে সহযোগিতা করবে, যাতে তাঁরা কাজের মাধ্যমে দু'দেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখতে পারে।

দুতার্তে বলেন, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং-এর সফরই দু'দেশের সম্পর্ক উন্নয়নের প্রতীক। ফিলিপাইন এর জন্য উত্সাহিত বোধ করছে। ফিলিপাইনের উন্নয়ন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজনে চীন যে সমর্থন দিয়েছেন সেজন্য ফিলিপাইন চীনকে ধন্যবাদ জানায়। তিনি বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে উভয়ের কল্যাণ বাস্তবায়ন করতে এবং নিজ নিজ অঞ্চলের স্থিতিশীলতা বাস্তাবায়ন করতে ইচ্ছুক।

(শুয়েই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040