লাওস সফর শুরু করেন সি চিন পিং
  2017-11-14 17:10:00  cri

১৩ নভেম্বর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট সি চিন পিং লাওসের রাজধানী ভিয়েনতিয়েন পৌঁছান। চীনের পার্টি ও দেশের শীর্ষনেতা ১১ বছর পর রাষ্ট্রীয় সফরে লাওস গেলেন। লাওসের গণ বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট বোংনাং ভোরাছিথ প্রেসিডেন্ট সি চিন পিংয়ের জন্য মনোজ্ঞ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এবং আন্তরিকতাপূর্ণ বৈঠক করেন।

এ ঐতিহাসিক সফরে লাওসের জনগণের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সি চিন পিং। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথ দু'দেশের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। বাতাসে পতপত করে উড়ছিলো পতাকাগুলো। স্থানীয় যুবক-যুবতীরা রাস্তার দু'পাশে দাঁড়িয়ে দু'দেশের জাতীয় পতাকা নাড়িয়ে প্রেসিডেন্ট সিকে স্বাগত জানায়।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আর লাওসের প্রেসিডেন্ট বোংনাং ভোরাছিথ

দিন শেষে রাতে আয়োজিত সম্বর্ধনা ভোজে সি চিন পিং উল্লেখ করেন, 'লাওসের মাটিতে পা দেওয়ার পর আমি ও প্রতিনিধিদল লাওসের আন্তরিকতা ও আতিথেয়তা উপভোগ করেছি। পথে পথে আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর দৃশ্য দেখেছি। আমরা স্পষ্টভাবে চীনের প্রতি লাওসের মানুষের বিশেষ বন্ধুত্বপূর্ণ আবেগ অনুভব করেছি।'

সান্ধ্যভোজের আগে প্রেসিডেন্ট সি চিন পিং ভিয়েনতিয়েনের প্রেসিডেন্ট ভবনে দেশটির প্রেসিডেন্ট বোংনাংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা দু'দেশের প্রতিবেশী-সুলভ আচরণ, ভালো বন্ধুত্ব, ভালো কমরেড ও ভালো অংশীদারের পথ অনুসরণ করতে একমত হন। তারা দু'দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব সুসংবদ্ধ করতে, দু'দেশের দীর্ঘস্থায়ী স্থিতিশীল সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিতে সম্মত হন।

সান্ধ্যভোজে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট সি বলেন, সাত বছর পর তিনি আবার লাওস সফর করছেন।

তিনি বলেন, 'আমি ২০০৫ ও ২০১০ সালে দু'বার লাওসে এসেছি। লাওসের সরল রীতিনীতি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুদীর্ঘ ইতিহাস আমার মনে গভীর ও সুন্দর ছাপ ফেলেছে। সাত বছর পর আবার লাওসে এসে আমি লাওসের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা, রাজনীতি, জনগণের সম্প্রীতি ও বিভিন্ন খাতে নতুন সাফল্য দেখেছি। আমি সত্যিই আনন্দ বোধ করছি। আমি বিশ্বাস করি, সাধারণ সম্পাদক বোংনাংয়ের নেতৃত্বে লাওসের জনগণ অবশ্যই লাওসের গণ বিপ্লবী পার্টির নির্ধারিত উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করবে এবং সংস্কার ও উন্মুক্তকরণের মহান প্রক্রিয়ায় নিরন্তরভাবে নতুন ও বিরাট সাফল্য অর্জন করবে।'

সান্ধ্যভোজে বোংনাং বলেন, 'আজকের এ আনন্দময় পরিবেশে আমি বিভিন্ন কাজে চীনের সার্বিক, বিরাট ও ঐতিহাসিক সফলতা, বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের অসাধারণ সাফল্যের জন্য ভাইয়ের মতো চীনা জনগণকে অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি এবং কামনা করি, সি চিন পিংকে কেন্দ্র করে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা জনগণ চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক নির্মাণে আরো বিরাট সাফল্য অর্জন করবে, দু'টি একশ' বছর সংগ্রামের লক্ষ্য বাস্তবায়িত হবে এবং সমৃদ্ধ, গণতান্ত্রিক, সভ্য, সুষম ও সুন্দর সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী চীনে পরিণত হবে।'

চীন ও লাওসের জনগণের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান সুদীর্ঘকালের। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৬ বছরে দু'দেশের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব প্রচুর সফল হয়েছে এবং দু'দেশের জনগণের জন্য বাস্তব উপকার বয়ে এনেছে। সান্ধ্য ভোজে সি চিন পিং বলেন, 'আমরা লাওসের সঙ্গে মিলে ঐতিহ্যবাহী মৈত্রী প্রচার করবো, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা গভীরতর কবো, নিরন্তরভাবে দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নেবো এবং হাতে হাত রেখে দু'দেশের অভিন্ন উন্নয়নের কমিউনিটি গঠন করবো।' (ইয়ু / তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040