আজকের টপিক ১৩ নভেম্বর: চীনের '১১.১১' কেনাকাটা উত্সবের নতুন রেকর্ড
  2017-11-13 17:18:14  cri


নে '১১.১১' কেনাকাটা উত্সব শুরু হওয়ার পর চলতি বছরে নবম বারের মতো উদযাপিত হয়েছে। আগের মতোই এবারও একদিনের কেনাকাটায় অনেক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। যেমন, কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির পরিমাণ খুব দ্রুত আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। টিমোল অন-লাইনে ১০ সেকেন্ডের মধ্যে পণ্য বিক্রির পরিমাণ ১০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়। ৩ মিনিটের মধ্যে বিক্রির পরিমাণ ১ হাজার কোটি ছাড়ায়।

চিংতুং অন-লাইনে কেনাকাটা উত্সবে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত মোট বিক্রির পরিমাণ ছিলো প্রায় ১২ হাজার ৭১০ কোটি ইউইয়ান। পরিসংখ্যান অনুযায়ী এবারের '১১.১১' কেনাকাটা উত্সবে ই-কমার্স বিভিন্ন অন-লাইন দোকান থেকে বিক্রির মোট পরিমাণ ২৫ হাজার ৩৯৭ কোটি ইউয়ান। ডাকঘর বা এক্সপ্রেসের মাধ্যমে মোট ১৩৮ কোটি পার্সেল পাঠানো হয়েছে।

'১১.১১' কেনাকাটা উত্সব কিভাবে শুরু হয়েছে? চীনের ই-কমার্স এতো দ্রুত উন্নয়নের পেছনে কি কি কারণ রয়েছে? আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে কথা বলবো। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা, আর আমি মহসীন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040