ঘন ধোঁয়াশায় গাড়ি চলাচলে বিকল্প ব্যবস্থা নেবে ভারত
  2017-11-10 16:47:10  cri
নভেম্বর ১০: টানা কয়েক দিন ধরে ঘন ধোঁয়াশার কারণে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিল্লিতে নম্বর অনুযায়ী গাড়ি চলাচল ব্যবস্থা চালু করবে ভারত।

'ইন্ডিয়া টাইমস' পত্রিকা আজ (শুক্রবার) দিল্লির পরিবহন বিভাগের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত রাজধানীতে গাড়ির নম্বর অনুযায়ী গাড়ি চলাচল করবে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ৩৫০০ পুলিশ রাস্তায় দায়িত্ব পালন করবে এবং আরো ৫০০০ স্বেচ্ছাসেবক থাকবে। নীতিমালা ভঙ্গ করে গাড়ি চালালে ২০০০ রুপি জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ৭ নভেম্বর রাত থেকে এখন পর্যন্ত দিল্লিতে ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রতি কিউবিক মিটারে পিএম২.৫ প্রায় ৫০০ মাইক্রোগ্রাম। দৃষ্টিসীমা ১৫ মিটারেরও কম। এতে বহু বিমান উড্ডয়ন ও ট্রেন ছাড়তে দেরি হচ্ছে এবং স্কুলে শিক্ষাদান ব্যাহত হচ্ছে।

দিল্লির মুখ্যমন্ত্রী আরভিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজধানীর পাশে হরিয়ানা প্রদেশ ও পাঞ্জাব রাজ্যের কৃষকরা খড় পোড়ানোয় এ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040