ন্যাটো আফগানিস্তানে মোতায়েন সেনা সংখ্যা বৃদ্ধি করবে
  2017-11-10 16:25:22  cri
নভেম্বর ১০: আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর সৈন্য সংখ্যা ১৩ হাজার থেকে বাড়িয়ে ১৬ হাজার পর্যন্ত করবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। গতকাল (বৃহস্পতিবার) ন্যাটোর সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রী ও 'আফগানিস্তান মিশন' সংক্রান্ত দেশের প্রতিনিধিদের মধ্যকার বৈঠকে তিনি এ তথ্য জানান।

বৈঠকে স্টোলটেনবার্গ জানান, আফগান নিরাপত্তা বাহিনী তালিবানদের দমন করার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়েছে, কিন্তু আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। দেশটির শান্তি প্রক্রিয়া বাস্তবায়নে শক্তি বৃদ্ধিতে ন্যাটো অব্যাহত সমর্থন করে যাবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে ৩৯টি দেশের ১৩ হাজার জনবল এখন ন্যাটোর 'আফগানিস্তান মিশনে' অংশগ্রহণ করছে। সংশ্লিষ্ট পক্ষ একমত হয়েছে যে তাঁরা ২০২০ সাল পর্যন্ত আফগানিস্তানকে আর্থিক সহায়তা দিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ছাড়াও ন্যাটোর অন্যান্য সদস্যরা প্রতি বছর আফগানিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য ১ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে।

(স্বর্ণা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040