৩০ নভেম্বরের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে রোহিঙ্গা বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  2017-11-09 19:16:37  cri
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়িতে পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থাপনা উদ্বোধন করে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, মিয়ানমার সফরের সময় তাদের ১০ দফা প্রস্তাব দেয়া হয় ও কিছু বিষয়ে সমঝোতা হয়। সে অনুযায়ী দুদেশের সদস্যদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ হবে। রোহিঙ্গারা কীভাবে নিজ দেশে ফিরে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এ ওয়ার্কিং গ্রুপ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040