রোহিঙ্গা ইস্যুতে ঢাকা আসছেন চীন, জাপান, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা
  2017-11-09 19:14:37  cri
রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে ঢাকা আসছেন চীন, জাপান, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১৭ থেকে ১৯ নভেম্বরের মধ্যে আলাদা ভাবে তারা ঢাকা আসবেন। আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠেয় আসেমভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেয়ার আগে তারা বাংলাদেশ সফর করে রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে জানবেন। গত আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে ৬ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040