খুলনা-কলকাতা নতুন ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি
  2017-11-09 19:12:48  cri
খুলনা-কলকাতা রুটে চালু হলো ভারত-বাংলাদেশ নতুন ট্রেন বন্ধন এক্সপ্রেস। সহজ করা হয়েছে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম। খুলে দেওয়া হয়েছে ২য় ভৈরব ও ২য় তিতাস রেলসেতু।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ চারটি প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নয়াদিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের সঙ্গে কলকাতা থেকে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে পারা ভারতের জন্য গর্বের বিষয়। আর মমতা বলেন, বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধু। এ সময় শেখ হাসিনা বলেন, ১৯৬৫ সালের পূর্বের রেল যোগাযোগ পুনরায় চালু করতে কাজ করছে বাংলাদেশ ও ভারত। এতে দুদেশের মানুষের যোগাযোগ সহজ হবে ও কষ্ট লাঘব হবে। স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা ভৈরব দ্বিতীয় সেতু প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে নামকরণের ঘোষণা দেন। ভারতের ঋণসহাতায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040