ঢাকায় চীনের আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী দর্শকদের নজর কেড়েছে
  2017-11-09 19:10:50  cri

ঢাকায় জাতীয় জাদুঘরে চলমান চীন ও বাংলাদেশের আলোকচিত্র এবং চীনা চলচ্চিত্র প্রদর্শনী ব্যাপক দর্শক আকর্ষণ করেছে।

 

বুধবার প্রদর্শনীর দ্বিতীয় দিনে জাতীয় জাদুঘরে নানা বয়সের দর্শকরা আলোকচিত্র প্রদর্শনী দেখতে আসেন। এদিন সকাল ১১টায় প্রদর্শিত হয় চীনা চলচ্চিত্র মার্ক এট ফেসবুক ইয়ুথ। ৭ নভেম্বর উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় চলচ্চিত্র ফো ফোং। বৃহস্পতিবার জাদুঘরের সাপ্তাহিক ছুটি। তাই এদিন প্রদর্শনীও বন্ধ থাকবে। ১০ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র উলফ টোটেম। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে, ঢাকার গণমাধ্যমে ৭ নভেম্বর প্রদর্শনী উদ্বোধনের খবর ব্যাপক প্রচার পেয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040