নভেম্বর ৯: সিছুয়ান প্রদেশের হেই সুই জেলার আরেক নাম 'রঙিন বোন রাজ্য' এবং এখানকার কু বরফ পাহাড় এশিয়ার সবচেয়ে সুন্দর বরফ পাহাড় নামে পরিচিত। এ দুটি স্থানের প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে সুন্দর সময় নভেম্বর মাসের শেষ দিক। কারণ এ সময় এখানকার গাছের পাতাগুলো রঙিন বর্ণ ধারণ করে। তৈরি করে নান্দনিক দৃশ্য। চলুন, আলোকচিত্র শিল্পীর সঙ্গে শরত্কালে এ দু'টি অঞ্চলের অপূর্ব সৌন্দর্য্য উপভোগ করি।
(স্বর্ণা/মহসীন)

1 2 3 4