চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৃতীয় কোন পক্ষের বিরুদ্ধে নয়
  2017-11-09 15:26:38  cri
নভেম্বর ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (বুধবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর অর্থনৈতিক সহযোগিতার একটি উদ্যোগ। তা তৃতীয় কোন পক্ষের বিরুদ্ধে নয় এবং ভূখণ্ডগত বিরোধের সঙ্গে এর কোন সম্পর্ক নেই।

সম্প্রতি ভারতে রুশ রাষ্ট্রদূত বলেছেন, চীন ও ভারতের উচিত "এক অঞ্চল এক পথ" নিয়ে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করে মতৈক্যে পৌঁছানো। এ বিষয় নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হুয়া ছুন ইং বলেন, চীন "এক অঞ্চল এক পথ"-এর ওপর গুরুত্ব দেয় এবং বিশ্বাস করে, "এক অঞ্চল এক পথ" নির্মাণের ফলে অব্যাহত উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের উন্মুক্তকরণ ও উন্নয়নের জন্য আরো বেশি সহায়ক হবে। পাশাপাশি বিভিন্ন দেশের উন্নয়ন ও বিশ্ব অর্থনীতির জন্য এই উদ্যোগ আরো বেশি সুযোগ নিয়ে আসবে।

তিনি বলেন, "এক অঞ্চল এক পথ" উদ্যোগ একটি উন্মুক্ত ও সহিষ্ণু সহযোগিতামূলক কাঠামো। চীন সমমনা দেশের সঙ্গে অভিন্ন উন্নয়ন ও সহযোগিতামূলক উন্নয়ন বাস্তবায়ন করার পাশাপাশি জনগণের কল্যাণ সৃষ্টি করতে চায়।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040