আফগানিস্তানে ধর্মীয় লক্ষ্য বস্তুর বিরুদ্ধে হামলার সংখ্যা বৃদ্ধি
  2017-11-09 10:51:09  cri
নভেম্বর ৯: আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে আফগানিস্তানে ধর্মীয় স্থান ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে হামলার সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ের মধ্যে উল্লিখিত লক্ষ্যের বিরুদ্ধে ৪২টি হামলায় মোট ২৬১ জন নিহত এবং ৫৭২ জন আহত হয়েছে। হতাহতের এ সংখ্যা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই লক্ষ্যের বিরুদ্ধে হামলায় হতাহত সংখ্যার প্রায় দ্বিগুণ।

প্রতিবেদনে সহায়তা মিশনের দায়িত্বশীল কর্মকর্তা সংঘর্ষে বিভিন্ন পক্ষকে সংশ্লিষ্ট আইন মেনে ধর্মীয় ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার পাশাপাশি অধিকতর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা রক্ষা করার আহ্বান জানান।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040