চীন-বাংলাদেশ মৈত্রী বছরে ঢাকায় সাংস্কৃতিক কার্যক্রম উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ইনু
  2017-11-08 16:21:38  cri
৮ নভেম্বর: চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তিতে চলতি বছরকে দু'দেশের মৈত্রী বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে 'চীনা ও বাংলাদেশিদের ক্যামেরায় সুন্দর মুহূর্ত' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও 'চীনা চলচ্চিত্র সপ্তাহ' উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি বাংলাদেশ সরকারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তথ্যমন্ত্রী ইনু বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ক কয়েক হাজার বছরের পুরানো। এ আলোকচিত্র প্রদর্শনী দু'দেশের বন্ধুত্ব মজবুত করবে। সদ্যসমাপ্ত চীনের ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কথা স্মরণ করেন তথ্যমন্ত্রী। তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, চীনের লক্ষ্য ২০২০ সালের মধ্যে দারিদ্যমুক্ত, সমৃদ্ধ চীন গড়ে তোলা। অন্যদিকে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ে তোলা বাংলাদেশ সরকারের লক্ষ্য। এ দু'টি লক্ষ্য প্রায় এক। এ লক্ষ্য অর্জনে চীন আন্তর্জাতিক বেতার সহযোগী ভূমিকা পালন করবে বলে আশা করেন তথ্যমন্ত্রী। এক্ষেত্রে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে চীন আন্তর্জাতিক বেতারকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) দক্ষিণ এশিয়া বিভাগের উপ-পরিচালক সুন চিং লি তার ভাষণে বাংলাদেশে সিআরআই-এর ঢাকা অফিস খোলার ঘোষণা দেন। তিনি বাংলা ভাষা নিয়ে সিআরআই বাংলা বিভাগের অগ্রগতির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশের চীনা দূতাবাসের সংস্কৃতি বিভাগের ২য় সচিব থাং ইউন, প্রবাসী চীনা সংস্থার উপ-মহাপরিচালক তিং থিয়েন, সিআরআই-এর বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে, সিংহলি বিভাগের উপপরিচালক সি ইউয়ে এবং স্পন্সর কোম্পানি হুয়াওয়ের সিটিও স্যুই সিয়াও চিয়ে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, জাতীয় জাদুঘরের সচিব জনাব মো. শওকত নবী, চীনা দূতাবাস কর্মকর্তা ও স্পন্সর কোম্পানির কর্মকর্তারা বিজয়ীদের হাতে ১ম, ২য়, ৩য় ও সান্ত্বনা পুরস্কার তুলে দেন।

চলচ্চিত্র সপ্তাহে ৭টি চীনা চলচ্চিত্র জাতীয় জাদুঘরের ২য় তলায় বিনামূল্যে প্রদর্শন করা হবে বলে জানানো হয়।

(তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040