কলকাতায় চীনের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে 'আনন্দময় চীনা ভাষা দিবস' অনুষ্ঠিত
  2017-11-07 18:26:44  cri
নভেম্বর ৭: গতকাল (সোমবার) কলকাতায় চীনের কনস্যুলেট জেনারেল ও ভারতের কলকাতা চীনা ভাষা স্কুলের যৌথ উদ্যোগে স্থানীয় হিউয়ান সাং মন্দিরে 'আনন্দময় চীনা ভাষা দিবস' উদযাপিত হয়। কলকাতার মর্ডান হাই-স্কুল, মহাদেবী বিরলা ওয়ার্ল্ড একাডেমি, শ্রী-শিক্ষাদান স্কুল এবং কলকাতা চীনা ভাষা স্কুলের শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক এতে অংশগ্রহণ করে।

কলকাতায় চীনা কনসাল জেনারেল মা চান উ তার ভাষণে বলেন, ভারতের পূর্বাঞ্চলে চীনা ভাষা শেখা শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়ছে। শুধু কলকাতা শহরে চীনা ভাষার শিক্ষার্থী ৫০০ জন। চীনা ভাষা শেখা এবং চীনা সংস্কৃতির অনুষ্ঠান সংযুক্ত হলে শিক্ষার্থীদের আগ্রহ আরো বাড়বে।

উদযাপনী অনুষ্ঠানে চীনের ইউন নান প্রদেশের শিল্পীরা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজান। চীনের ঐতিহ্যবাহী সংগীত স্থানীয় ছাত্রছাত্রীদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040