ফ্রাংকফুট বইমেলা-২০১৭তে ফ্রাংকফুটের কনফুসিয়াসের সাংস্কৃতিক কার্যক্রম
  2017-11-07 14:55:19  cri

প্রিয় শ্রোতা, ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এক বছর একবার করে বার্ষিক ফ্রাংকফুর্ট বই মেলা সময়মতো অনুষ্ঠিত হয়। ফ্রাংকফুর্টের কনফুসিয়াস ক্লাসরুম চলতি বছর লিপজিগ কনফুসিয়াস ইনস্টিটিউট এবং কনফুসিয়াস পত্রিকার জার্মান ভাষার সংস্করণের সঙ্গে বই মেলাতে হান ভাষা ও চীনা সংস্কৃতি জনপ্রিয় করে তোলা এবং কনফুসিয়াস ক্লাসরুমের আন্তর্জাতিক খ্যাতি বাড়ানোর প্রচেষ্টা চালায়। প্রদর্শন স্টল স্থাপন করা, বই মেলাতে প্রশ্নোত্তর করা ও কনফুসিয়াস ক্লাসরুম পত্রিকাসহ বিভিন্ন প্রকাশনা প্রদর্শন করা ছাড়াও, ফ্রাংকফুর্ট কনফুসিয়াস বই মেলার চলাকালে ধারাবাহিক সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে।

১৩ অক্টোবর অনুষ্ঠিত 'তিন রাজ্যের বীরত্বপূর্ণ কাহিনী: প্রাচীন চীনের পদাঙ্ক এবং চীনের ক্লাসিক্যাল সাহিত্যের প্রভাব' শীর্ষক এক আলোচনা সভায় Eva Schestag ইভা স্চেস্তাক নামে একজন বিশেষজ্ঞ জার্মান ভাষার সংস্করণের 'তিন রাজ্যের বীরত্বপূর্ণ কাহিনীর' কিছু অংশ পড়ে শোনান। তিনি টানা ৬ বছর দিয়ে 'তিন রাজ্যের বীরত্বপূর্ণ কাহিনী' নামে চীনের এ বইটি জার্মান ভাষায় অনুবাদ করেন। তা ছাড়া, তিনি ফ্রাংকফুর্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে জার্মানিতে চীনের ক্লাসিক্যাল সাহিত্যের প্রভাব নিয়ে আলোচনা করেন।

১৪ অক্টোবর অনুষ্ঠিত 'মানবজাতির কবি' শীর্ষক এক সংলাপ সম্মেলনে বিখ্যাত লেখক ও কবি ওয়াং চিয়া সিন নিজের রচনার অভিজ্ঞতা শেয়ার করেন। ওয়াং চিয়া সিনের নতুন কবিতার জার্মান ভাষার অনুবাদক হিসেবে জার্মানির বিখ্যাতsinologist সিনোলজীস্ত Kristian Wachinger ক্রিস্টিয়ান ওয়াচিনকার সংলাপ সম্মেলনে ওয়াং চিয়াং সিনের সঙ্গে আলাদা আলাদাভাবে চীনা ভাষা ও জার্মান ভাষা দিয়ে নতুন কাবির কিছু আংশিক পড়ে শোনান।

১৫ অক্টোবর 'চীনের সাহিত্যের অনুবাদ: পশ্চিমদেশ অভিমুখে ভ্রমণ থেকে জনগণের সাহিত্য পর্যন্ত' শীর্ষ এক সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশগ্রহণকারীরা বেশ কয়েকজন বিশেষজ্ঞ ও পণ্ডিত চীনা সাহিত্যের অনুবাদ নিয়ে মতবিনিময় করেন এবং যার যার অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

বই মেলার শেষ হওয়ার আগে ফ্রাংকফুর্ট কনফুসিয়াসের স্টলে চীনের অবৈষয়িক কালচারাল হেরিটিজ, অর্থাত্ movable-type printing মুভাবল-টাইপ প্রিন্টিং প্রদর্শিত হয়। অনেক দর্শক নিজ নিজ উদ্যোগে চীনের এই প্রাচীন উদ্ভাবন অনুধাবন করেন এবং সুপ্রাচীন এই চীনা সংস্কৃতি নিয়ে তারা উচ্ছ্বসিত প্রশংসাও করেন।

উল্লেখ্য, ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বই মেলা ১৯৪৯ সালে শুরু হয়। প্রতি বছরের অক্টোবর মাসে জার্মানির মধ্যাঞ্চলের শহর ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হয়। প্রতি বছর বই মেলাতে অংশগ্রহণকারীদের সংখ্যা প্রায় কয়েক লাখ এবং এই আন্তর্জাতিক প্রভাব বিশাল বলে ধারণা করা হয়।

বন্ধুরা আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের নিয়মিত আয়োজন সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানের দক্ষিণ এশিয়া পর্বে আপনাদের আমন্ত্রন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভাল আছেন।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রামাণ্য চলচ্চিত্র উৎসব 'ফিল্ম সাউথ এশিয়া ২০১৭'। রাজধানী কাঠমান্ডুর ললিতপুরে বৃহস্পতিবার শুরু হয় এ উৎসব।

উৎসবে সেরা চলচ্চিত্র মনোনীত হয়েছে ভারতের নির্মাতা তুষার মহাদেব ও সার্বনিক কৌরের প্রামাণ্য চলচ্চিত্র 'সোজ-আ ব্যালাড অব ম্যালোডিজ'। আর 'তারেক মাসুদ সেরা নবাগত নির্মাতার পুরস্কার' জিতেছেন ভারতের নির্মাতা নীহারিকা পপলি।

উৎসবের চেয়ারম্যান নেপালের সাংবাদিক ও সমাজকর্মী কণকমণি দীক্ষিত সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্মরণে ২০১৩ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ।

উৎসবের সমাপ্তি ঘটে গত রোববার। সমাপনী অনুষ্ঠানে পাঁচটি বিভাগে পুরস্কার ঘোষণা করেন উৎসবের অন্যতম জুরি 'সাপ্তাহিক নেপাল টাইমস' পত্রিকার সম্পাদক কুন্দ দীক্ষিত। জুরি হিসেবে অন্য দুজন ছিলেন ভারতের সাংবাদিক রাজশ্রী দাশগুপ্ত এবং পাকিস্তানের নির্মাতা ফারজাদ নবী।

এবার উৎসবে আটটি দেশের ৬৩টি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

নীহারিকা পপলি 'তারেক মাসুদ সেরা নবাগত নির্মাতার পুরস্কার' জিতেছেন তাঁর ৮০ মিনিটের 'রোশন পিয়া' ছবির জন্য। শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত শিল্পী ওস্তাদ আবদুল রশীদ খানের ওপর নির্মিত হয়েছে ছবিটি। বন্ধুরা, এটি নীহারিকার প্রথম প্রামাণ্য চলচ্চিত্র। ছবিটি এর আগে গত বছর মুম্বাই চলচ্চিত্র উৎসবেও পুরস্কার পেয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, এবার উৎসবে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র অংশ নিয়েছিল। উৎসবের দ্বিতীয় দিন প্রদীপ ঘোষের 'ক্ষতচিহ্ন', তৃতীয় দিন মোহাম্মদ রোমেলের 'শ্রমিক আওয়াজ' আর সমাপনী দিনে প্রদর্শিত হয়েছে ইয়াসমিন কবীরের 'রশি'।

শ্রোতা বন্ধুরা, নভেম্বর মাস বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল একটি মাস। এই মাসে সংঘটিত হয় ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে জড়িত তথাকথিত মেজরদের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান। আবার সেই পাল্টা অভ্যুত্থানের বিরুদ্ধেও ঘটে আরেক অভ্যুত্থান। যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সুচিত হয় দীর্ঘ মেয়াদী পরিবর্তন। কিন্তু যে বেদনাতুর ঘটনার ক্ষত বাংলাদেশকে বয়ে বেড়াতে হয় সুদীর্ঘ কাল তা হোল জেল হত্যা।

১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের চার সহযোগীকে জেলখানার অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

বন্ধুরা, এই চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামান। এবার তাকে নিয়ে তৈরি হয়েছে একটি প্রামাণ্য চলচ্চিত্র 'উত্তরের মানুষ ধ্রুবতারা'।

৪৬ মিনিটের এ প্রামাণ্য চলচ্চিত্রে স্বজন, সহযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের ভাষায় উঠে এসেছে শহীদ কামারুজ্জামানের বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন। গত ৩ নভেম্বর জেলহত্যা দিবসের আগে ইউটিউবে অবমুক্ত করা হয় প্রামাণ্য চলচ্চিত্রটি।

শ্রোতা বন্ধুরা, শহীদ এ এইচ এম কামারুজ্জামান অবিভক্ত বাংলা ও পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নেন। ওই সময় তিনি স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় কারাবন্দী হন তিনি। এরপর ৩ নভেম্বর রাতে কারাগারে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

বন্ধুরা, ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'কমপিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম' বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর সঙ্গে বিচারকের আসনে আরও বসবেন সিঙ্গাপুরের অ্যাঞ্জেলি বায়ানি এবং ইতালির ইতালো স্পিনেলি। গত রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী নিজেই এই খবর জানিয়েছেন

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১০ নভেম্বর। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধন হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। উৎসবে ৫৩টি দেশের ১৪৩টি ছবি প্রদর্শিত হবে। বাংলাদেশ থেকে এই উৎসবে অংশ নিচ্ছে আবু সাইয়ীদের ছবি 'এক কবির মৃত্যু'। কলকাতার ১২টি প্রেক্ষাগৃহ ও মিলনায়তনে দেখানো হবে ছবিগুলো।

এদিকে, সোমবার ফারুকী জানিয়েছেন, কলকাতার পর আরও একটি উৎসবের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

১৭ থেকে ১৯ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। জানা গেছে, একাদেশমা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের পঞ্চম এই আসরে 'মেড ইন বাংলাদেশ' বিভাগে বাংলাদেশের ১২টা ছবি অংশ নিচ্ছে।

শ্রোতা বন্ধুদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ২০১৩ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক পুরস্কার জিতেছিল ফারুকীর ছবি 'টেলিভিশন'। পরের বছর অংশ নেয় তাঁর নির্মিত সিনেমা 'পিঁপড়াবিদ্যা'। এবার এই উৎসবের বিচারক হচ্ছেন তিনি। ‍

জানা গেছে, এবার কলকাতার এবারের উৎসবে যোগ দিচ্ছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল, কমল হাসান ও পরিচালক মহেশ ভাট।

শ্রোতা বন্ধুরা, মনে আছে বাংলা চলচ্চিত্র ঢাকা অ্যাটাকের কথা ? গত ৬ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি এখনও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। চলছে এ ছবি নিয়ে আলোচনা।

শুধু বাংলাদেশেই নয়। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রায় ১৫টি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি। এ সিনেমা নিয়ে এ নিয়ে সেসব দেশের বাঙালি দর্শকদের মধ্যে বেশ আলোচনা চলছে।

ঢাকা অ্যাটাক সিনেমার আরও সুখবর। ইউরোপেও মুক্তি পাচ্ছে ছবিটি। আগামীকাল ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকা অ্যাটাক।

আরও খবর আছে। এসব দেশের বাঙালি দর্শকদের ছবিটি দেখতে উৎসাহিত করার জন্য ছবির পরিচালক, নায়ক-নায়িকাসহ ৯ সদস্যের একটি দল বেড়িয়েছেন সফরে।

৩ নভেম্বর ওমান, আবুধাবি ও দুবাই থেকে প্রচারণামূলক এই কার্যক্রম শুরু করেছেন তাঁরা। যাওয়ার আগে সিনেমাটির পরিচালক দীপংকর দীপন প্রথম আলোকে বলেছেন, প্রচার-প্রচারণার মাধ্যমে দেশের বাইরের বিশালসংখ্যক বাঙালিকে বাংলা ছবির সঙ্গে সম্পৃক্ত করা তাদের সফরের উদ্দেশ্য। এতে ভবিষ্যতে দেশের বাইরে বাংলা ছবির একটি বড় বাজার তৈরি হবে।

শ্রোতা বন্ধুরা, নিসেন্দেহে বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এটি একটি ভাল উদ্যোগ। আমরাও প্রত্যাশা করি বাংলা চলচ্চিত্র শিল্প তাঁর হারানো গৌরব ফিরে পাবে আর এগিয়ে যাবে আরও সাফল্যের পথে।

বন্ধুরা, গত পর্বে আমরা জানিয়েছিলাম অনন্ত জলিলের অস্ট্রেলিয়ার বাংলাদেশ নাইট অনুষ্ঠানে অংশ নেওয়ার খবর। সিনেমার ব্যস্ত জীবন থেকে তবলীগ জমাতের প্রচার কাজে যোগ দেওয়া বাংলাদেশের এই জনপ্রিয় নায়কের মঞ্চে উপস্থিতি নিয়ে সবার মনেই কৌতুহুল ছিল। হ্যা, অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন এবং নিজের কিছু প্রিয় ডায়ালগ উচ্চারণ করে তাতে অভিনয় করেছেন।

তবে চমক লাগা খবর হচ্ছে অনন্ত জলিল ইসলাম ধর্মের সাহাবিদের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সহসাই তিনি চলচ্চিত্র ছেড়ে দিচ্ছেন না। বরং একই সঙ্গে ধর্মচর্চা ও চলচ্চিত্র নিয়ে কাজ চালিয়ে যেতে চান।

জলিল বলেন, তিনি বিনোদন জগত থেকে দূরে যেতে চাননা। কিন্তু ইসলামি ভাবধারায়ও চলতে চান। তাই তিনি পরিকল্পনা করেছেন সাহাবি নিয়ে একটি সিনেমা উপহার দেবেন। তাঁর প্রত্যাশা, এটি বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস হয়ে থাকবে।'

বন্ধুরা, হিন্দী চলচ্চিত্র শিল্পে জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপরা পরিশ্রমী শিল্পী হিসেবে সকলের কাছে পরিচিত।

এবার বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন মেরিকম খ্যাত এই গ্ল্যামারাস অভিনেত্রী। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের করা এ তালিকায় আছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরিসা মে, যুক্তরাষ্ট্রের মেলিন্ডা গেটস, সেরিল স্যান্ডবার্গের মতো ক্ষমতাধর ব্যক্তিত্বের নাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ফোর্বস ম্যাগাজিনের ক্ষমতাধরদের তালিকায় প্রিয়াংকার নাম সম্মিলিতভাবে শেষের দিকে অর্থাৎ ৯৭ নম্বরে আছেন। তবে গত বুধবার প্রকাশিত ফোর্বসের বিশেষ ক্যাটাগরিতে তিনি এগিয়ে রয়েছেন। বিনোদন এবং মিডিয়া জগতের শীর্ষ ১৫ জনের তালিকায় প্রিয়াংকার নাম উঠেছে। মার্কিন সংগীত তারকা বিয়ন্স, সংগীত শিল্পী টেলর সুইফট এবং যুক্তরাজ্যের জনপ্রিয় 'হ্যারি পটার' সিরিজের লেখক জে কে রাউলিংয়ের মতো পরিচিত এবং খ্যাতিসম্পন্ন মুখও আছে বিনোদন এবং মিডিয়া জগতের তালিকায়।

দ্বিতীয়বারের মতো অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করা প্রিয়াংকা নিজের অবস্থান করে নিচ্ছেন হলিউডেও। ইতিমধ্যে এগিয়েছেন অনেক দুর। মার্কিন টেলিভিশন সিরিজ কোয়ান্টিকো দিয়ে যাত্রা শুরু। এরই মধ্য করছেন হলিউডের 'বেওয়াচ'। আর এখন কোয়ান্টিকো সিরিজের তৃতীয় ধাপের শুটিংয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্রে।

বুধবার বিশ্বের ক্ষমতাধর নারীদের নতুন এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এর আগে এ বছরের শুরুতে ফোর্বসের করা এক তালিকায় বলিউডের শীর্ষ ১০ পারিশ্রমিক পাওয়া তারকার মধ্য প্রিয়াংকার অবস্থান ছিল ৭-এ।

তবে শুধু সিনেমায় অভিনয় নিয়েই এখন ব্যস্ত নয় প্রিয়াংকা। নিজেকে তিনি যুক্ত রেখেছেন সামাজিক নানান কর্মকাণ্ডে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের দূত হয়ে কাজ করছেন। সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি এরই মধ্যে আফ্রিকাতেও কাজ করে এসেছেন।

বন্ধুরা ব্যতিক্রমী একটি খবর, শাকিব খান অভিনীত বাংলা চলচ্চিত্র রাজনীতি মুক্তি পায় এ বছরের ঈদুল ফিতরে। ছবির ২৬ মিনিট ১২ সেকেন্ডের মাথায় নায়িকা অপু বিশ্বাসকে নিজের নম্বর হিসেবে একটি ফোন নম্বর দেন শাকিব খান। নম্বরটি আসলে সিলেটের ইজাজুল মিয়ার।

সেই থেকেই শাকিব খানের নারী ভক্তদের কাছ থেকে অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোনকল পেতে থাকেন অটোরিকশার চালক ইজাজুল মিয়া।

গত রোববার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়া শাকিব খানের বিরুদ্ধে প্রতারণা ও ৫০ লাখ টাকার মানহানির মামলা করেন। বিচারক মামলাটি আমলে নেন। গত বুধবার থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে শাকিব খানের বিরুদ্ধে ইজাজুল মিয়ার করা এ মামলার খবরটি নিয়ে আলোচনা শুরু হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক কন্যাসন্তানের জনক ইজাজুলের সাংসারিক জীবনে অশান্তি সৃষ্টি হয়েছে সিনেমায় তাঁর ফোন নম্বর ব্যবহারের ফলে। প্রতিদিন শাকিবের নারীভক্তরা ইজাজুলকে ফোন করে তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন। ডেইলি মেইল গুরুত্বসহ তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করেছে খবরটি। পাশাপাশি অস্ট্রেলিয়া ও ভারতের গণমাধ্যমেও এসেছে এ খবর।

জিনিয়া/মহসিন

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040