পাকিস্তানের সন্ত্রাসদমন কার্যক্রমে ইতিবাচক ফলাফল অর্জিত
  2017-11-07 14:12:06  cri
নভেম্বর ৭: পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে গতকাল (সোমবার) বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সন্ত্রাসদমন কার্যক্রমে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। দেশটিতে সন্ত্রাসী হামলার হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি অব্যাহতভাবে উন্নত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে "রাষ্ট্রীয় অভিযান পরিকল্পনা" কার্যকর করার পর সরকার ৯ হাজারের বেশি জনবল নিয়ে সন্ত্রাসদমন শক্তি প্রতিষ্ঠা করেছে।

এ পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযানে ২ হাজার ১২৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং ৫ হাজার ৮৮৪জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযানে গ্রেফতার ৪৮৩ জনকে সন্ত্রাস বিরোধী আইনে বিচারের পর মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040