সিপিএ সম্মেলনের ষষ্ঠ দিনে ৬টি কর্মশালা
  2017-11-06 19:02:58  cri
ঢাকায় চলমান কমলওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন-সিপিএ'র ৬৩তম সম্মেলনের ষষ্ঠ দিনে সোমবার ৬টি কর্মশালা ও অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসব বৈঠকে আইন প্রণয়ন, গণতন্ত্রের সঠিক চর্চায় সংসদকে শক্তিশালী করা, নারীর ক্ষমতায়নের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার উপায় অনুসন্ধান করা হয়। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এ সব কথা জানান। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি জানান, নারীর ক্ষমতায়নের পাশাপাশি এসডিজি বাস্তবায়নে সংসদের ভূমিকা নিয়ে আলোচনা হয় এদিন। রোহিঙ্গা ইস্যু কার্যসূচিতে না থাকলেও আলোচনায় ঘুরেফিরে বিষয়টি এসেছে এবং বিদেশি আইনপ্রণেতারা এ প্রসঙ্গে কথা বলেছেন। তারা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040