দেশে ফিরেই আদালতে হাজির নেওয়াজ, বিচার মুলতবি
  2017-11-04 19:41:38  cri
নভেম্বর ৪: ব্রিটেন থেকে পাকিস্তানে ফিরেই রাজধানী ইসলামাবাদের একাউন্টেবিলিটি কোর্টে মেয়ে ও জামাইসহ হাজিরা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ। তবে, এর কিছুক্ষণ পরই মুলতবি করা হয় বিচারপ্রক্রিয়া।

ইসলামাবাদ হাই কোর্ট থেকে বৃহস্পতিবার পাশ হওয়া অর্ডার না পাওয়ায় একাউন্টিবিলিটি কোর্ট শরিফের বিরুদ্ধে দুর্নীতির দুটো মামলার শুনানি ৭ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে।

শরিফ বৃহস্পতিবার ব্রিটেন থেকে দেশে ফেরেন। তার বিরুদ্ধে দুর্নীতির মামলার জন্য জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

শুক্রবার সকালে শরিফ তার মেয়ে মরিয়ম নেওয়াজ ও জামাই মুহাম্মদ সাফদারকে নিয়ে আদালতে হাজিরা দেন।

শরিফের বিরুদ্ধে পাকিস্তানের দুর্নীতিবিরোধী ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো আদালতে (ন্যাব) তিনটি আলাদা দুর্নীতির মামলা আছে। লন্ডনে অবৈধ সম্পত্তি থাকার অভিযোগে নেওয়াজ শরিফ ও তার মেয়ে ‍মরিয়মকে অভিযুক্ত করেছে পাকিস্তানের দুর্নীতি-দমন আদালত।

এ বছরের জুলাইয়ে ৬৭ বছর বয়স্ক নেওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে পাকিস্তান সুপ্রিম কোর্ট এক রায়ে তাকে ওই পদে থাকার অযোগ্য ঘোষণা করে।

(সূত্র: বিডিনিউজ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040