'প্যারিস চুক্তি' বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষের জোরালো তত্পরতা প্রয়োজন
  2017-11-01 19:25:10  cri

নভেম্বর ১: জাতিসংঘ পরিবেশ কার্যক্রম গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, 'প্যারিস চুক্তি' বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকল পক্ষের আরও জোরালো তত্পরতা চালাতে হবে। বিভিন্ন দেশ দূষিত পদার্থ নির্গমন হ্রাস করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হলে, ২০৩০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রার মাত্র এক-তৃতীয়াংশ অর্জন করা সম্ভব হবে।

জাতিসংঘ পরিবেশ কার্যক্রমের নির্বাহী পরিচালক এরিক সোলহেইম বলেছেন, 'প্যারিস চুক্তি' কার্যকর হয়েছে এক বছর। অথচ এখন পর্যন্ত সংশ্লিষ্ট সকল পক্ষ এ চুক্তি বাস্তবায়নে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে না। এ চুক্তি বাস্তবায়নে বেসরকারি সংস্থাগুলোকেও ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, 'প্যারিস চুক্তি' অনুযায়ী, সংশ্লিষ্ট পক্ষগুলো 'স্বেচ্ছায়' জলবায়ু পরিবর্তন মোকাবিলা করবে এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির গড় হার ২ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার চেষ্টা কবরে। এদিকে, 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন'-এ স্বাক্ষরকারীদের ২৩তম সম্মেলন নভেম্বরে জার্মানির বনে অনুষ্ঠিত হবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040