আজকের টপিক: 'ইতিহাসে ১ নভেম্বর'
  2017-11-01 19:21:21  cri

আজকের টপিক অনুষ্ঠানে 'ইতিহাসে ১ নভেম্বর'-এর কয়েকটি গুরুত্বপূর্ণ বা স্মরণীয় ঘটনা নিয়ে আলোচনা করবো।

০১.

১৯১১ সালের ১ নভেম্বর জেনারেল মোটরস কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা উইলিয়াম ডুরান্ড সুইজারল্যান্ডের বিখ্যাত রেসিং ড্রাইভার ও প্রকৌশলী লুইস শেভ্রোলেটকে নতুন গাড়ি ডিজাইনের আমন্ত্রণ জানান।

১৯১১ সালে জেনারেল মোটরসের শেভ্রোলেট বিভাগ প্রতিষ্ঠিত হয়। শেভ্রোলেট বিভাগের লোগো নিয়ে একটি মজার গল্প রয়েছে, যা উইলিয়াম ডুরান্ডের সাথে সম্পর্কিত।

১৯০৮ সালে ডুরান্ড ফ্রান্স ভ্রমণ করার সময় একটি হোটেলের ওয়ালপেপারে একটি আকর্ষণীয় 'ডিজাইন' দেখেন। তিনি এ ডিজাইন বেশ পছন্দ করেন এবং এ ডিজাইনকে ভবিষ্যতে তাঁর গাড়ি কোম্পানির লোগো হিসেবে আখ্যায়িত করেন। পরে যখন শেভ্রোলেট প্রতিষ্ঠিত হয়, তখন তিনি এ লোগো ব্যবহার করেন।

০২.

১৯৪৯ সালের ১ নভেম্বর বেইজিংয়ে চীনের বিজ্ঞান প্রযুক্তি একাডেমি প্রতিষ্ঠিত হয়। একাডেমির প্রধান মহাপরিচালক ছিলেন চীনের বিখ্যাত কবি কুও মো রুও। চীনের বিজ্ঞান প্রযুক্তি একাডেমিতে দেশের বিভিন্ন খাতের সবচেয়ে শ্রেষ্ঠ বিশেষজ্ঞরা যুক্ত থাকেন। এটি চীনের বহুমুখী বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র ও রাষ্ট্রীয় বিজ্ঞান প্রযুক্তি খাতের সবচেয়ে শ্রেষ্ঠ পেশাগত প্রতিষ্ঠান। চীনের রাষ্ট্রীয় অর্থনীতির উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি খাতে সম্মুখীন চ্যালেঞ্জ গবেষণা ও তা উন্নত করে থাকে এ একাডেমি।

০৩.

১৯৫৫ সালের ১ নভেম্বর মার্কিন বিখ্যাত লেখক ডেল কার্নেগি মৃত্যুবরণ করেন। তাঁর লেখা 'এ ব্রেকথ্রু ইন ল্যাঙ্গুয়েজ', 'বিউটিফুল লাইফ'সহ বিভিন্ন বই ২৮টি ভাষায় অনুবাদ করা হয় এবং এসব বইয়ের মধ্যে মানুষের দুর্বল দিকগুলো অনেক চমত্কারভাবে তুলে ধরা হয়।

০৪.

১৯৮৪ সালের ১ নভেম্বর রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী। তিনি ইন্দিরা গান্ধীর জ্যৈষ্ঠ পুত্র। ১৯৮৪ সালে মায়ের মৃত্যুর দিন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন।

১৯৯১ সাল পর্যন্ত রাজীব গান্ধী ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি। এই বছরই একটি নির্বাচনী জনসভায় গুলিতে নিহত হন তিনি।

০৫.

১৯৯১ সালের ১ নভেম্বর চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় 'চীনের মানবাধিকারবিষয়ক শ্বেতপত্র' প্রকাশ করে। শ্বেতপত্রে চীনের মানবাধিকারবিষয়ক অবস্থান ও নীতিমালা ব্যাখ্যা করা হয় এবং ব্যাপক বাস্তবতার মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর চীনের মানবাধিকারের বিরাট পরিবর্তন তুলে ধরা হয়। এ শ্বেতপত্রে বলা হয়, চীনের মানবাধিকারে ব্যাপক প্রতিনিধিত্ব, সমতা ও বাস্তবতা রয়েছে। মানবাধিকার রক্ষায় বিরাট সাফল্য অর্জন করেছে চীন এবং মানবাধিকার রক্ষায় চীন সরকার ও জনগণও অব্যাহতভাবে চেষ্টা চালাবে।

০৬.

১৯৯৩ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বর্তমানে ইইউ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থার অন্যতম। ১৯৯১ সালের ডিসেম্বর মাসে ম্যাস্ট্রিক্ট শীর্ষসম্মেলনে 'ইউরোপীয় ইউনিয়ন চুক্তি' গৃহীত হয়।

সংস্থাটির সদস্যদেশ ২৮টি, এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইইউ'র উদ্দেশ্য হল অভ্যন্তরীণ সীমাবদ্ধহীন অঞ্চল প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে অর্থনীতি, সমাজের সমন্বয় উন্নয়ন জোরদার এবং একক মুদ্রার অর্থনৈতিক ইউনিয়ন স্থাপন করা, যাতে বিভিন্ন সদস্যদেশের অর্থনীতি ও সমাজের ভারসাম্য উন্নয়ন বাস্তবায়ন করা যায়। এ ছাড়া, অভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা নীতি চালু করে আন্তর্জাতিক মঞ্চে ইউনিয়নের প্রতিনিধিত্ব প্রতিফলন করা।

০৭.

১৫১২ সালের ১ নভেম্বর ইতালির বিখ্যাত ভাস্কর, চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলো সিস্তাইন চ্যাপেলে জেনেসিস চিত্রকলা সম্পন্ন করেন। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকানে এ ছবিটি দেখা যায়।

মাইকেলেঞ্জেলো বাইবেলের ধর্মীয় গল্পের প্রতি নিজের চিন্তাভাবনা ও গ্রিসের রূপকথা মিশিয়ে এ মহান ছবি আঁকেন। বিশাল আকৃতির এই ছবি আঁকতে গিয়ে মাইকেলেঞ্জেলো চোখ ও মেরুদণ্ডে আঘাত পান। তবে এই ছবিকে তাঁর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় শিল্পকর্মের অন্যতম হিসেবে আখ্যায়িত করা হয়। (সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040