কাঠমান্ডুতে নেপালি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা ভাষা ক্লাসের উদ্বোধন
  2017-11-01 18:51:56  cri

নভেম্বর ১: কাঠমান্ডুতে গতকাল (মঙ্গলবার) নেপালি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা ভাষা ক্লাসের উদ্বোধন হয়। নেপালি পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে চীনের দূতাবাস, এবং কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে এ ক্লাসের আয়োজন করা হয়। প্রায় ৩০ জন নেপালি জুনিয়ার সরকারি কর্মকর্তা ৮০ ঘন্টার এই ধারাবাহিক ক্লাসে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নেপালে চীনের দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলার ইয়াং শি ছাও বলেন, তিন বছর পর আবারও নেপালি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হান ভাষার ক্লাস শুরু করার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। এ ক্লাসের মাধ্যমে চীন ও নেপালের সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে নেপালে চীনের দূতাবাসের সাহায্যে নেপালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সরকারি কর্মকর্তার জন্য চীনা ভাষার ক্লাস আয়োজন করে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট। তখন ২৬ জন কর্মকর্তা হান ভাষা শেখেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040