বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিল ইউনেস্কো
  2017-10-31 18:52:27  cri

একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে 'ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ' বা 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসিবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বকোভা সোমবার প্যারিসে সংস্থার কার্যালয়ে এ সিদ্ধান্তের কথা জানান। ইউনেস্কোর 'মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে' এবার ৭৮টি দলিলকে মনোনয়ন দেওয়া হয়। এর মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি ছিল ৪৮ নম্বরে। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ডাকে সে সময়কার রেসকোর্স ময়দান- বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে জনতার ঢল নামে। ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার দিক নির্দেশনা দেন- যা ছিল বাঙালির মুক্তিযুদ্ধের সবুজ সংকেত।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040