'এক অঞ্চল, এক পথ' আঞ্চলিক সহযোগিতার জন্য সহায়ক: নেপালে শিক্ষার্থীদের সেমিনারে মত প্রকাশ
  2017-10-31 18:25:44  cri
অক্টোবর ৩১: চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এক সেমিনারে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ মত প্রকাশ করেন।

'দক্ষিণ এশিয়া—চীন আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন জোরদার' শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বাস্তবায়ন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে চীন, নেপাল, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা সেমিনারশেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে, চীনের সাথে আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক একীকরণ প্রক্রিয়া দ্রুততর করতে এবং 'এক অঞ্চল, এক পথ' উদগ্যোগসংক্রান্ত আলোচনা গভীরতর করতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব কেবল যে অবকাঠামো ব্যবস্থা উন্নয়নের জন্য উত্থাপন করা হয়েছে, তা নয়; এ প্রস্তাব মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার জন্য অর্থনৈতিক সহযোগিতামূলক পরিকল্পনাও পেশ করেছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচিত আরও সহনশীল ও বন্ধুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে বিদ্যমান মতভেদ দূর করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040