নেপালের সাথে সীমান্তে চীনা চেক পয়েন্টের আধুনিকায়ন সম্পন্ন
  2017-10-30 19:08:15  cri
অক্টোবর ৩০: নেপালের সাথে সীমান্তে চীনা চেক পয়েন্টের আধুনিকায়ন সম্পন্ন হয়েছে সম্প্রতি। তিব্বতের 'চাং মু' উপজেলায় অবস্থিত এ চেক পয়েন্টের আধুনিকায়নে ড্রোন, আধুনিক কম্পিউটারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।

২০১৫ সালে নেপালের '২৫ এপ্রিল'-এর ভূমিকম্পে 'চাং মু' জেলা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। তখন জেলার সীমান্ত চেক পয়েন্টের অনেক সাজ-সরঞ্জামও ধ্বংস হয়।

উল্লেখ্য, এ পয়েন্টটি চীন-নেপাল সীমান্তবাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040