সংবাদ পর্যালোচনা: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস ও অন্যান্য প্রসঙ্গ
  2017-10-28 19:48:18  cri

** চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের অধিবেশনের সফল সমাপ্তিতে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং রাজনৈতিক দল ও সংস্থার প্রধানরা।

মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন তার অভিনন্দনবার্তায় বলেছেন, সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের যোগ্য নেতৃত্বে সিপিসি ও গণপ্রজাতন্ত্রী চীন নতুন অগ্রগতি অর্জন করেছে এবং বৈশ্বিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ বয়ে এনেছে।

নেপালের মার্ক্সবাদী-লেনিনবাদী কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ঝালা নাথ খানাল তার অভিনন্দনবার্তায় লিখেছেন, 'আমি বিশ্বাস করি, সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়ায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।"

পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর স্থায়ী ভাইস চেয়ারম্যান জনাব নাসের এক অভিনন্দনবার্তায় লিখেছেন, 'সিপিসির দৃঢ় নেতৃত্বে চীন বিশাল সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে। আমরা আশা করে, দু'পার্টির ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গভীরতর হবে, দু'দেশের জনগণের মৈত্রী দৃঢ়তর হবে, এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সামনে এগিয়ে যাবে।'

শ্রীলংকার ঐক্যবদ্ধ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সরকারি শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নমন্ত্রী কবির হাশিম তার অভিনন্দনবার্তায় বলেছেন, 'সিপিসির নেতৃত্বে চীন ক্রমাগত সাফল্য অর্জন করে চলেছে এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে অগ্রগতি অর্জনে আগ্রহী দেশগুলোর সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে। সিপিসি'র প্রচেষ্টা সাধারণ মানুষের সমর্থন ও শ্রদ্ধা আদায়েও সক্ষম হয়েছে। চীনা সমাজের নানা খাতে উন্নয়ন ও অগ্রগতি অর্জিত হয়েছে এবং বৈশ্বিক অগ্রগতিতেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।'

**২২ অক্টোবর পাকিস্তানের আধা সামরিক বাহিনী জানায়, ২১ অক্টোবর সেদেশের দক্ষিণাঞ্চলের শহর করাচিতে এক সন্ত্রাসদমন অভিযানে একটি নতুন সন্ত্রাসী সংস্থার নেতা আব্দুল্লাহ হাশমিসহ ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

**এদিকে, ২৪ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আব্বাসি সন্ত্রাসদমনে পাকিস্তানের বিভিন্ন উদ্যোগ ও অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আফগানিস্তানসহ এতদঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দেশের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আশা করেন, নিরাপত্তা ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে। জবাবে টিলারসন বলেন, আইএস দমন, দক্ষিণ এশিয়ার সন্ত্রাসী সংস্থাসমূহ নির্মূল করা, এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠা পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে সংগতিপূর্ণ।

**২৬ অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেইজিংয়ে এক বিবৃতিতে জানান, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র আমন্ত্রণে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী তিলাক জানাকা মারাপানা ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীন সফর করবেন। সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর সঙ্গে বৈঠক করবেন। মারাপানা চীনে শ্রীলংকান দূতাবাসে অনুষ্ঠেয় শ্রীলংকা-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

**২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে 'চীন-দক্ষিণ এশিয়া মেলা, ২০১৭'-এর অংশ হিসেবে 'নেপাল মেলা' অনুষ্ঠিত হবে। চীন-দক্ষিণ এশিয়া মেলা এ প্রথমবারের মতো বিদেশে আয়োজিত হতে যাচ্ছে। মেলায় ১৫০টি স্টল থাকবে। চীন, নেপাল, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমারসহ সংশ্লিষ্ট দেশগুলোর শিল্পপ্রতিষ্ঠানগুলো এ মেলায় অংশ নেবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040