মা চান উ
অক্টোবর ২৮: কলকাতায় চীনের কনসুল জেনারেল মা চান উ গতকাল (শুক্রবার) সাংবাদিকদের সিপিসি'র সদ্যসমাপ্ত ঊনবিংশ জাতীয় কংগ্রেস সম্পর্কে ব্রিফ করেন। প্রেস ব্রিফিংয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস্, ইন্ডিয়া টুডে, এনডিটিভি ও ইন্ডিয়া টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের ৬০ জনেরও বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন।
কনসুল জেনারেল মা প্রেস ব্রিফিংয়ে বলেন, সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কর্ম-প্রতিবেদন, সিপিসি'র কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট কর্ম-প্রতিবেদন, এবং সিপিসি'র সংবিধান সংশোধনের প্রস্তাব গৃহীত হয়। তা ছাড়া, কংগ্রেসে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা তত্ত্বাবধান কমিটির সদস্যরা নির্বাচিত হন। নতুন কমিটিতে উল্লেখযোগ্যসংখ্যক নতুন সদস্যও স্থান পান।
তিনি আরও বলেন, কংগ্রেসের পর কেন্দ্রীয় কমিটির অধিবেশনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং পার্টির সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস শুধু চীনের ভবিষ্যত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নয়, এ কংগ্রেসে গৃহীত সিদ্ধান্তসমূহ গোটা বিশ্বের ওপরই দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। (ওয়াং হাইমান/আলিম)