তুমি কখনো আমাকে বিশ্বাস করো নি
  2017-10-27 19:25:05  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের প্রথমে আমি আপনাদেরকে 'তোমার সঙ্গে দেখা হয়' নামের গান শোনাবো। গেয়েছেন চীনা নারী কণ্ঠশিল্পী কাও শান। তিনি ১৯৯১ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বেইজিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তারপর তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। বর্তমান তিনি নিউইয়র্কে থাকেন। ২০০৭ সালে তিনি নিজের ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। তিনি গানটি ওয়েবসাইটে প্রকাশ করার পর গানটি সারা চীনে খুবই জনপ্রিয় হয়। ২০১৪ সালে তিনি টিভি সিরিজের থিম গান গেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি তাঁর কণ্ঠে 'তোমার সঙ্গে দেখা হয়' নামের গান শোনাবো।

টুটুল: 'তোমার সঙ্গে দেখা হয়' গানের কথা এমন, 'আমি তোমাকে পূর্ণ করেছিলাম, আমি আমার অহংকার পূর্ণ করেছি। কিন্তু আমার মনে সীমাহীন দুঃখ আছে। হৃদয় ঘরের মত পরিষ্কার করা উচিত। বিদায় নেওয়ার পর আরো ভাল মানুষের সঙ্গে দেখা হবে। একটি গল্প দিয়ে একটি নগর নির্মাণ করবো। স্মৃতি নগরে রেখে দেওয়ার পর আর কখনো দেখবো না। বিশ্ব খুবই বড়, কিন্তু আমি এত ছোট। আমি এখনো খোঁজার চেষ্টা করছি। আমি তোমার সঙ্গে পৃথিবীর শেষ দেখতে চাই, হঠাত্ কোনো এক মুহূর্তে। ভালোবাসার পথ অনেক দীর্ঘ। আমার হৃদয় আকাশে উড়ছে। তুমি থাকলে অনেক সুখী হবো। তোমার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ১)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'তোমার সঙ্গে দেখা হয়' নামের গান। এখন আমি আপনাদেরকে 'আপনার শান্তি কামনা করি' নামের গান শোনাবো। গেয়েছেন নারী কণ্ঠশিল্পী সুন ইউয়ে। তিনি ১৯৭২ সালের ২৯ জুন হেলংচিয়াং প্রদেশের হার্বিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। ১৯৮৭ সালে তিনি হেলংচিয়াং সামরিক বাহিনীতে যুক্ত হন। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বেল ক্যানো শিখেন। এ সময় তিনি চীনের পুরো সেনাবাহিনীর সৈন্যদের সঙ্গীত প্রতিযোগিতায় তৃতীয় হন। ১৯৯১ সালের জুন মাসে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৯২ সালে তিনি অবসরপ্রাপ্ত হওয়ার পর হার্বিন শিল্প দলে অংশ নেন। একই বছর তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র (সিসিটিভি)-র পঞ্চম তরুণ গায়ক প্রতিযোগিতার পপসঙ্গীত দলে তৃতীয় স্থান হন। এ বছরে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। ১৯৯৪ সালে তিনি 'আপনার শান্তি কামনা করি' নামের গান প্রকাশ করেন এবং গানটি দিয়ে চীনের সবচেয়ে জনপ্রিয় নারী কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। ২০০৩ সালে তিনি চীনের সর্বশ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। এরপর তিনি বেইজিং অলিম্পিক গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে কণ্ঠ দেন।

টুটুল: 'আপনার শান্তি কামনা করি' নামের গানের কথা হল, 'আপনার মন এখন কেমন? আপনার চেহারায় হাসি আছে কিনা? মানুষের জীবনে শুরু থেকে অনেক দুঃখ আছে। দয়া করুন, দুঃখ লাগবে না, কিন্তু সুখী হবেন। আপনার আয় এখনো কম কিনা? আপনার অবদান এখনো এত বেশি কিনা? আপনার শান্তি কামনা করি, আপনার শান্তি কামনা করি। আপনি আজীবন সুখে থাকবেন, এটা আমার সর্বোচ্চ আকাঙ্খা। আপনার শান্তি কামনা করি, আপনার শান্তি কামনা করি। আপনার চারপাশে আনন্দ থাকুক, এটা আমার কামনা'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'আপনার শান্তি কমনা করি' নামের গান। এখন আমি নারী কণ্ঠশিল্পী থাং না'র কণ্ঠে 'ইচ্ছাকৃত চিন্তা' নামের গান শোনাবো। থাং না ১৯৬৬ সালের ১২ জানুয়ারি চেচিয়াং প্রদেশের লিহাই জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি সঙ্গীত ছাড়াও টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এর পর তিনি হংকংয়ে নিজের কাজ উন্নয়ন করেন।

টুটুল: 'ইচ্ছাকৃত চিন্তা' নামের গানের কথা হল, 'আমি আসলে জানি যে, সময় নির্দয়। তোমার চেয়ে আমি আরো বেশি ভালোবাসি। অথবা অপেক্ষা করতে চাই আমি? তোমাকে ভালবাসতাম। দীর্ঘ সময় ধরে তোমার হাত ধরতে চাই। তোমার সঙ্গে আজীবন থাকতে চাই। এখন থেকে আজীবন থাকতে চাই। শুধু তুমি আমাকে সুখ দিতে পারো। কিন্তু তুমি কখনো আমাকে বিশ্বাস করো নি। আমি ইচ্ছাকৃত চিন্তা করি কিনা? কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার অপেক্ষা করতে চাই। তুমি না থাকলে আমি আজীবন অপেক্ষা করতে চাই'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৩)

মুক্তা: আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'ইচ্ছাকৃত চিন্তা' নামের গান। এখন আমি আপনাদেরকে 'হৃদয়ে বৃষ্টি' নামের গান শোনাবো। গেয়েছেন নারী কণ্ঠশিল্পী ইয়াং ইউ ইং। ইয়াং ইউ ইং ১৯৭১ সালের ১১ মে চিয়াংসি প্রদেশের নানছাং শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে সঙ্গীতে আগ্রহী হয়ে ওঠেন। পাঁচ বছর বয়সে তিনি পিয়ানোয় সম্পূর্ণ গান বাজাতে পারেন। ৬ বছর বয়স থেকে তিনি অনুষ্ঠানে পরিবেশনা শুরু করেন। ১৯৮৫ সালে তিনি সিসিটিভির এক সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ১৯৮৬ সালে ১৫ বছর বয়সে ইয়াং ইউ ইং নানছাং নরমাল একাডেমির প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হন। ১৯৯০ সালে তিনি কুয়াংচৌতে সঙ্গীত কাজ উন্নয়ন শুরু করেন। ১৯৯১ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত তিনি ২০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেন। কণ্ঠশিল্পী ছাড়াও তিনি একজন অভিনেতা ও উপস্থাপিকা। 'হৃদয়ে বৃষ্টি' গানটি ইয়াং ইউ ইং কণ্ঠশিল্পী মাও নিংয়ের সঙ্গে গেয়েছেন।

টুটুল: 'হৃদয়ে বৃষ্টি' গানের কথা হল, 'আমার স্মৃতি হল অস্পৃশ্য জাল। আমার স্মৃতি বাঁধভাঙা সমুদ্র হবে না। কেন বৃষ্টির দিনগুলোয় সবসময় তোমার কথা পড়ি। আমার মন হল জুন মাসের ভালবাসা। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। তোমার কথা পড়ি, তোমার কথা পড়ি, সবশেষে তোমার কথা পড়বো। কারণ কাল আমি অন্য মানুষকে বিয়ে করবো। আমি সর্বশেষে তোমার কথা পড়বো'। আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৪)

মুক্তা: বন্ধুরা, শুনছিলেন 'হৃদয়ে বৃষ্টি' শিরোনামের একটি গান। আশা করি, গানটি সবাই পছন্দ করেছেন। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে চারটি চীনা গান শুনিয়েছি। এখন শোনাবো কয়েকটি বাংলা গান। আশা করি আপনাদের ভালো লাগবে।

(বাংলা গান)

টুটুল: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়।

আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040