বিভিন্ন দেশ ও রাজনৈতিক দলের নেতৃত্বের সি চিন পিংকে অভিনন্দন
  2017-10-27 15:38:18  cri
অক্টোবর ২৭: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে বেশ কিছু দেশ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ টেলিফোনে বা চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন।

নেপালী কমিউনিস্ট পার্টি (যুক্ত মার্কসবাদী লেনিনবাদী)'র চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি অভিনন্দন বাণীতে বলেছেন, আপনার উত্থাপিত "জনগণের সুন্দর জীবনের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য" চীনা সমাজের প্রধান দ্বন্দ্বসহ বিভিন্ন সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়।

তানজানিয়ার প্রেসিডেন্ট জন পম্ব ম্যাগুফুলি অভিনন্দন বার্তায় বলেন, পুনরায় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিশ্চয়ই চীনকে আরো উজ্জ্বল ভবিষ্যতে নিয়ে যাবেন।

কেনিয়ার প্রেসিডেন্ট উহুর কেনিয়াত্তা বলেছেন, গত ৫ বছরে সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীন বিশ্বের দৃষ্টি আকর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আমি আপনার সঙ্গে দু'পার্টির সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা করি।

মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি'র চেয়ারম্যান, রাষ্ট্রীয় কাউন্সেলর অং সান সু চি অভিনন্দন বাণীতে বলেছেন, আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্বে সিপিসি সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠা ও নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের মহা সাফল্য অর্জনের লক্ষ্য অবশ্যই সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে।

এছাড়াও বিভিন্ন দেশ বা পার্টির নেতৃবৃন্দ অভিনন্দন বার্তা বা বাণী পাঠিয়ে সি চিন পিংকে অভিনন্দন জানিয়েছেন।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040