রুশ প্রেসিডেন্ট সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সমাপ্তি এবং সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানান। পুতিন বলেন, 'সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে সি চিন পিং'র নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের তত্ত্ব তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। নির্বাচনের ফলাফল থেকে বোঝা যায় যে, জনগণের মধ্যে প্রেসিডেন্ট সি'র অতি উচ্চ মর্যাদা আছে। তাঁর নেতৃত্বে বিশ্বের বৃহত্তম পার্টির নতুন অগ্রগতি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সি'র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক রাশিয়া।
টেলিফোনে প্রেসিডেন্ট সি চিন পিং পুতিনের অভিনন্দন বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদ্য সমাপ্ত সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে চীনের ভবিষ্যত উন্নয়ণের পথ নকশা নির্ধারণ করা হয়েছে। তাতে পুরো পার্টির ৮ কোটি ৯০ লাখ সদস্যের উচ্চ মতৈক্য প্রতিফলিত হয়েছে যা তাত্পর্যপূর্ণ।
তিনি আরও বলেন, বিশ্ব ছাড়া চীন বিকশিত হবে না। রাশিয়া চীনের সার্বিক কৌশলগত অংশীদার। দু'দেশের সম্পর্ক উন্নয়নের ধারা পরিবর্তিত হবে না। সি বলেন, রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আরও বাস্তব সাফল্য অর্জন করতে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক চীন।
(রুবি/মহসীন)