সিপিসির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কর্ম প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টাদশ জাতীয় কংগ্রসের পর ৫ বছর পার্টি ও দেশের উন্নয়নের প্রক্রিয়ায় অসাধারণ সময়কাল। এ প্রসঙ্গে ইউয়ান শু হোং বলেন,অসাধারণ শব্দটি দিয়ে সময়কাল বর্ণনা করা হয়েছে, তাতে পার্টির ৮ কোটি ৯০ লাখ সদস্য এবং দেশের ১৩০ কোটি মানুষের অনুভূতি তুলে ধরা হয়েছে। ৫ বছরের স্বল্প সময়ে চীনের পার্টি, দেশ ও বাহিনী যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। গত ৫ বছরে সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে ঐতিহাসিক সংস্কার করা হয়েছে এবং ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।
কর্ম প্রতিবেদন বলা হয়, দীর্ঘকালের প্রচেষ্টার পর চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে। এটি চীনের উন্নয়নের নতুন অবস্থান। এ প্রসঙ্গে লেং রুং বলেন, এ গুরুত্বপূর্ণ রাজনৈতিক তত্ত্ব কর্ম প্রতিবেদনের উজ্জ্বল অধ্যায়। নতুন যুগ পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেস থেকে সূচিত হয়। ঊনবিংশ জাতীয় কংগ্রেসে নতুন যুগের নির্দেশমূলক তত্ত্ব নির্ধারিত হয়েছে এবং নতুন যুগের পথ নকশা বর্ণনা করা হয়েছে।
(রুবি/মহসীন)