'আইএস' এর আফগান শাখা ও তালেবানের মধ্যে গুলি বিনিময়ে নিহত ৫২
  2017-10-26 17:23:59  cri

অক্টোবর ২৬: চরমপন্থী সংস্থা 'আইএস' এর আফগান শাখা সে দেশের উত্তরাংশের জৌসজান প্রদেশে স্থানীয় তালেবানের সশস্ত্র সদস্যদের সঙ্গে টানা কয়েক দিন ধরে গুলি বিনিময় করেছে। এতে অন্তত ৫২ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।

"আফগানিস্তান টাইমস' পত্রিকা জৌসজান প্রাদেশিক সরকারের মুখপাত্রের বরাত দিয়ে জানায়, এ প্রদেশের পশ্চিমাঞ্চলের এক গ্রামে চার দিন ধরে দু'পক্ষের গুলি বিনিময় হয়। এতে অন্তত ৩৩ জন তালেবান সশস্ত্র যোদ্ধা আর 'আইএস' এর ১৯ জন সশস্ত্র সদস্য নিহত হয়। তাছাড়া, কমপক্ষে আরো পাঁচ জন বেসামরিক ব্যক্তি আহত হয়। কিছু লোক পালিয়ে যেতে বাধ্য হয়।

জানা গেছে, গুলি বিনিময় এখন পুরোপুরি বন্ধ হয়নি।

(ইয়ু/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040