সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নতুন নেতা নির্বাচিত, চীনের ভবিষ্যত নিয়ে আশাবাদী সারা বিশ্ব
  2017-10-26 15:10:39  cri
অক্টোবর ২৬: গতকাল (বুধবার) চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট সিকে কেন্দ্র করে সিপিসি'র নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের নির্বাচন করা হয়।

দেশি-বিদেশি সংবাদদাতাদের সঙ্গে সিপিসি'র নতুন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যদের সাক্ষাতের সময় সাধারণ সম্পাদক সি চিন পিং তার ভাষণে আগামী পাঁচ বছরে চীনের উন্নয়নের দিক তুলে ধরেন এবং পার্টির কাজের লক্ষ্য তুলে ধরেন। দেশি-বিদেশি মানুষ তার এ ভাষণের উচ্ছ্বসিত প্রশংসা করে চীনের ভবিষ্যত উন্নয়ন নিয়ে তাদের আশাবাদ ব্যক্ত করেছে। এ সম্পর্কে আজকের সংবাদ পর্যালোচনায় শুনুন একটি প্রতিবেদন।

যুক্তরাষ্ট্রের কুন তহবিলের চেয়ারম্যান ডাক্তার রবার্ট লরেন্স কুন বহু বছর ধরে চীনবিষয়ক গবেষণা করে আসছেন। দেশি-বিদেশি মিডিয়ার সঙ্গে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নতুন নেতাদের সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি গর্বিত। তিনি বলেন,

'সাধারণ সম্পাদক সি চিন পিং সহজ ভাষায় এবারের কংগ্রেসের সারসংকলন করেছেন। ফলে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উত্থাপিত কৌশলগত লক্ষ্য সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাওয়া যায়। এবারের জাতীয় কংগ্রেসে প্রেসিডেন্ট সি'র চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা, এক অঞ্চল এক পথ উদ্যোগ এবং সরবরাহ খাতের কাঠামোগত সংস্কারসহ গুরুত্বপূর্ণ কৌশলগত ব্যবস্থা পার্টির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়। এসব ব্যবস্থা সিপিসি'র উত্থাপিত 'দুই শত বছরে'র লক্ষ্য বাস্তবায়নে খুব প্রয়োজনীয়। আমি চীনের উন্নয়ন নিয়ে আশাবাদী।'

ইসরাইলের পুঁজি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনফিনিটি গ্রুপের মহাপরিচালক আমির গল ওর সেলফোনের মাধ্যমে লাইভ অনুষ্ঠান দেখেন। চীন আন্তর্জাতিক মঞ্চে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন,

'আমরা দেখতে পারি, চীনের নেতৃত্বের পর্যায়ে স্থিতিশীলভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে। মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন সংক্রান্ত চীনের উত্থাপিত চিন্তাধারা আন্তর্জাতিক সমাজে ব্যাপক স্বীকৃতি পাবে বলে আমি আশা করি। আন্তর্জাতিক মঞ্চে চীনের আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় অনেক বেশি মানুষ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।'

অনেক চীনা মানুষ মনে করেন, প্রেসিডেন্ট সি'র ভাষণে তাদের মনের কথা প্রতিফলিত হয়েছে। ভাষণের পর সুন্দর ভবিষ্যতের ওপর ভরসা রেখেছেন চীনা নাগরিকরা।

জনাব থাও হলেন ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি অব পিপলস লিবারেশন আর্মির একজন কর্মী। তিনি বলেন,

'সাধারণ সম্পাদক সি বলেছেন, জনগণের ছোট বিষয়গুলোও পার্টির জন্য বড় বিষয় হিসেবে গণ্য করা হয়। সুন্দর জীবনের জন্য জনগণের আশা-আকাঙ্ক্ষা পার্টির পরিশ্রমের লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে হবে। ভাষণে আমাদের মনের কথা বলা হয়েছে। আমাদের আস্থা আরো বেড়েছে। প্রেসিডেন্ট সি'র সঙ্গে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ভবিষ্যতে আমাদের দেশ আরো সুন্দর, সমৃদ্ধ ও ধনী হবে বলে আমি বিশ্বাস করি।'

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040