দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উপরে ফেলার চেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান
  2017-10-25 18:48:25  cri
অক্টোবর ২৫: নিজের ভূখন্ডে সন্ত্রাসবাদ উপরে ফেলার চেষ্টা অব্যাহত রাখা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে পাকিস্তান।

পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি গতকাল (মঙ্গলবার) সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।

সাক্ষাতকালে তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাস দমনে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেছে এবং অবদান রাখছে। আফগানিস্তান ও আঞ্চলিক স্থিতিশীলতা সুরক্ষা ত্বরান্বিত করছে।

টিলারসনের বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আইএস দমন, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলা ও স্থিতিশীল আফগানিস্তান গড়ে তোলা দু'দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040