সিপিসি জনগণের সেবক ও জাতির মেরুদণ্ড হিসেবে কাজ করে যাবে: সি চিন পিং
  2017-10-25 14:04:17  cri

অক্টোবর ২৫: প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) দেশের জনগণের স্থায়ী সেবক ও জাতির মেরুদণ্ড হিসেবে কাজ করে যাবে। তিনি আজ (বুধবার) বেইজিংয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের এ কথা বলেন।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক আরও বলেন, ২০২১ সালে পার্টি প্রতিষ্ঠার এক'শ বছর পূর্তি হবে। সে-সময়টা হবে দেশের জন্য স্বর্ণসময়। সিপিসি বরাবরের মতোই চীনা জাতির মহান অর্জনে অগ্রণী ভূমিকা রেখে যাবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, সিপিসি উন্নয়নের পথে চলবে এবং কঠোর নৈতিকতার ভিত্তিতে পরিচালিত হতে থাকবে। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রয়াস অব্যাহত রাখা হবে। পার্টির ইতিবাচক সক্ষমতা সমাজের উন্নয়ন ও অগ্রগতির চালিকাশক্তি হিসেবে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো হবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040