আজকের টপিক: গোপনীয় এক্সপ্রেস পত্র
  2018-09-24 19:14:09  cri

এক্সপ্রেস এখন চীনাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি এক্সপ্রেস বক্সের ওপর একটি ঠিকানা লেখা থাকে এবং এতে আমাদের নাম, ঠিকানা এবং ফোননম্বর উল্লেখ করা হয়। এক্সপ্রেস পাওয়ার পর ব্যক্তিগত তথ্য ফাঁস না হবার জন্য আমরা সাধারণত এ কাগজটিকে ছিঁড়ে ফেলি। অবশ্য এটা একটা ঝামেলাও বটে।

সম্প্রতি চীনের এক্সপ্রেস কোম্পানি গোপনীয় এক্সপ্রেস পত্র সেবা দিতে শুরু করেছে। পত্রে ক্লায়েন্টের পুরো নাম, ফোননম্বর ও ঠিকানা লেখা থাকে না। যেমন- ইমোজি। ক্লায়েন্টের নামের দু'টি শব্দের বদলে * মার্ক ব্যবহার করা হয়, অথবা ফোননম্বরের মাঝখানের ৪টি নম্বর পরিবর্তন করে 'হাসি মুখ' ইমোজি ব্যবহার করা হয়।


© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040