অক্টোবর ২৫: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ২০১৯ সালে পালিত হবে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। ততদিনে চীন আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে। তিনি আজ (বুধবার) বেইজিংয়ে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে এ কথা বলেন।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে চীন উন্নয়নের নতুন ধারণা অনুসরণ করবে, অর্থনীতির টেকসই ও সুস্থ উন্নয়ন ত্বরান্বিত করবে, এবং চীনা জনগণ তথা বিশ্ববাসীর কল্যাণে কাজ করে যাবে।
সি চিন পিং আরও বলেন, ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়ন এবং ভবিষ্যত উন্নয়নের জন্য প্রয়োজনীয় নতুন পরিকল্পনাও প্রণয়ন করা হবে। (প্রেমা/আলিম)