সংস্কার ও উন্মুক্তকরণ বর্তমান চীনের ভাগ্যের নির্ণায়ক পদক্ষেপ: সি চিন পিং
  2017-10-25 13:22:06  cri
অক্টোবর ২৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ২০১৮ সাল হলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি প্রবর্তনের ৪০তম বার্ষিকী। সংস্কার ও উন্মুক্তকরণ বর্তমান চীনের ভাগ্যের নির্ণায়ক পদক্ষেপ। সিপিসি অভিজ্ঞতা সারসংকলণ করে অব্যাহতভাবে দেশ প্রশাসন ব্যবস্থা ও দক্ষতার আধুনিকায়ন অগ্রসর, সংস্কার গভীরতর এবং উন্মুক্তকরণ সম্প্রসারণে অবিচল থাকবে, যাতে সংস্কার ও উন্মুক্তকরণ পরস্পরের বেগবান শক্তিতে পরিণত হতে পারে।

সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজ (বুধবার) চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনের পর এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সি চিন পিং। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040