অক্টোবর ২৫: সি চিন পিং বলেছেন, দীর্ঘ প্রচেষ্টার পর চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে। নতুন যুগে নতুন দৃশ্য, এমন কি নতুন কার্যক্রম। পরবর্তী ৫ বছরে চীন 'দুটি একশ বছরের লক্ষ্য' বাস্তবায়নের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়াচ্ছে। প্রথম 'একশ বছরের লক্ষ্য' বাস্তবায়িত হতে যাচ্ছে এবং দ্বিতীয় 'একশ বছরের লক্ষ্য' সূচিত হবে। আজ(বুধবার) চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনের পর এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন সি চিনপিং।
(রুবি/টুটুল/ইয়ু)