'নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের চিন্তাধারা' সিপিসির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত
  2017-10-25 13:03:26  cri

চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস ২৪ অক্টোবর বেইজিং এ শেষ হয়েছে।

এ দিন সকালে ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে সিপিসি'র নতুন কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশন নির্বাচিত হয়।

অধিবেশনে গৃহীত হওয়া তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো অষ্টাদশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন গ্রহণ, অষ্টাদশ কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কার্যবিবরণী ও 'সিপিসির গঠনতন্ত্র সংশোধনী বিল' গ্রহণ।

এছাড়া, সি চিন পিংয়ের "নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের চিন্তাধারা, মার্কসবাদ-লেনিনবাদ, মাও সে তুংয়ের চিন্তাধারা, তেং সিয়াও পিং তত্ত্ব-'তিনটি প্রতিনিধিত্ব' গুরুত্বপূর্ণ চিন্তাধারা ও বিজ্ঞানসমম্ত উন্নয়ন তত্ত্ব" সিপিসির গঠনতন্ত্রে কর্মনির্দেশনা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

সিপিসি'র গুরুত্বপূর্ণ এ কংগ্রেস গত ১৮ অক্টোবর বেইজিংয়ে শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং পার্টির ৮ কোটি ৯০ লাখ পার্টি সদস্যের পক্ষ থেকে 'সার্বিক সচ্ছল সমাজ প্রতিষ্ঠা করে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের মহান বিজয় অর্জন' শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন।

ভবিষ্যৎ রুপকল্প বর্ণনা করে প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ২০২০ সাল নাগাদ চীনে সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠিত হবে। ২০৩৫ সাল নাগাদ চীনে সমাজতন্ত্রের মধ্যম মানের আধুনিকায়ন বাস্তবায়িত হবে। সি বলেন, বর্তমান শতাব্দীর মাঝামাঝি সময়ে চীনকে সমৃদ্ধ, শক্তিশালী, গণতান্ত্রিক, সুষম ও আধুনিক সমাজতন্ত্রের শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

বিশ্লেষকদের পর্যবেক্ষণে ঊনবিংশ জাতীয় কংগ্রেসে চীনের ক্ষমতাসীন পার্টি হিসেবে সিপিসি জনগণের সুখী জীবনের ওপর সবচেয়ে বেশি গুরুতারোপ করেছে। এর মাধ্যমে চীনা জনগণের সুখী জীবন অন্বেষণ আর চীনা জাতির পুনরুত্থান বাস্তবায়ন করা চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের কর্তব্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

বিগত পাঁচ বছরে চীনের দুর্নীতি দমন ক্ষেত্রে সর্বজনস্বীকৃত সাফল্য অর্জিত হয়েছে যা সকলের প্রশংসা কুড়িয়েছে। এবারের জাতীয় কংগ্রেসে সিপিসি অব্যাহতভাবে দুর্নীতি দমনের দৃঢ় সংকল্প ও সাহসিকতা প্রকাশ করেছে। সি চিন পিং বলেছেন, 'জনসাধারণ যেটা বিরোধিতা করেন, ঘৃণা করেন, আমরা দৃঢ়তার সাথে তা প্রতিরোধ করবো এবং সংশোধন করবো।'

চলতি বছর সিপিসি প্রতিষ্ঠার ৯৬ বছর পুর্তি। আগামী বছর চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী। চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশের পর চীনের উন্মুক্ততার দরজা আরো বিস্তৃতভাবে অবারিত হবে।

৩ হাজার ৬৮ জন দেশি-বিদেশি সাংবাদিক ঊনবিংশ জাতীয় কংগ্রেসের খবর সংগ্রহ করতে চীনে এসেছেন। তাদের মধ্যে আছেন ১৩৪টি দেশের ১৮১৮ জন বিদেশী সাংবাদিক। এ থেকে বুঝা যায়, এ কংগ্রেস শুধু চীনের ভবিষ্যত এবং চীনা জনগণের সঙ্গেই সম্পর্কিত নয়, বরং সারা বিশ্বের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সিপিসির ঊনবিংশ জাতীয় কংগ্রেস সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

নাইজেরিয়া থেকে আসা একজন সাংবাদিক বলেন, 'চীনে কী ঘটছে এবং পরবর্তী পাঁচ বছর অথবা আরো দীর্ঘকাল চীন কোন দিকে বিকশিত হবে- তা গোটা বিশ্বের ওপর প্রভাব ফেলবে। আমাদের চীনের ওপর নজর না রাখার কোন যুক্তি নেই।'

(ইয়ু/মোসিন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040