ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি উ সিও কুয়াং হচ্ছেন জাতীয় বিমানবাহী জাহাজ প্রকল্পের উপ-প্রধান ডিজাইনার। তিনি সাংবাদিকদের জানান, বিগত ৫ বছরে জাহাজের সরঞ্জাম বিশেষ করে জাহাজের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে চীন বিশাল সাফল্য অর্জন করেছে। তিনি বলেন,
'চলতি বছরের ২৬ এপ্রিল চীনের প্রথম নিজস্বভাবে তৈরি বিমানবাহী জাহাজ চীনের তালিয়েন শিপইয়ার্ডের ভিতরে পানিতে নামানো হয়। চলতি বছরের ২৮ জুন বড় আকারের ডেস্ট্রয়ার চিয়াং নান শিপইয়ার্ডের ভিতরে পানিতে নামানো হয়। বিমানবাহী জাহাজের একটা উদাহরণ দিয়ে বলা যায়, বিমানবাহী জাহাজ নির্মাণ খুব জটিল এবং বড় একটি প্রকল্প। অতি সূক্ষ্ম ডিজাইন ছাড়াও এর প্রতিটি বিশেষ ইস্পাত এবং প্রতিটি মেকানিক্যাল ও বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রতিটি সরঞ্জাম চীনারা নিজেরাই তৈরি করেছে। বলা যায়, মাঝারি ও বড় আকারের বিমানবাহী জাহাজ এবং বড় আকারের ডেস্ট্রয়ার গবেষণা ও নকশা করার দক্ষতার অধিকারী চীন।'
বিমানবাহী জাহাজ এবং ডেস্ট্রয়ার হলো দেশের গুরুত্বপূর্ণ অস্ত্র। একদিকে সেগুলো দেশের সার্বিক ক্ষমতার প্রতীক, অন্যদিকে বিদেশে নিজের যুক্তিযুক্ত স্বার্থ সুরক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম। উ সিও কুয়াং আরো বলেন, কিছু দিন আগে প্রদর্শিত 'উল্ফ ওয়ারিয়র্স- ২' নামে চলচ্চিত্রে তুলে ধরার মতো, 'এক অঞ্চল এক পথ' উদ্যোগ গভীরভাবে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিদেশে চীনের পুঁজি বিনিয়োগ এবং কর্মরত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে। তাই জাহাজের মাধ্যমে নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট চাহিদা দিন দিন আরো অনেক বাড়বে। তিনি বলেন,
'সাম্প্রতিক বছরগুলোতে সবাই দেখেছেন যে, আমাদের নৌবাহিনীর জাহাজ বিদেশে যৌথ মহড়া এবং প্রবাসী চীনাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কর্তব্য পালন করে। এডেন উপসাগর এবং সোমালিয়ার জলে জাহাজের নিরাপত্তা সুরক্ষার দায়িত্বও পালন করে। বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক দেশ। আমাদের ৮০ শতাংশ পণ্যদ্রব্য সাগরের মাধ্যমে পরিবহন করা যায়। বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক চীনা শ্রমিক হিসেবে কাজ করেন। তা ছাড়া, প্রতিবছর বিদেশে ভ্রমণ করা চীনা পর্যটকের সংখ্যাও বেশি। তাই চীনের জাহাজ শিল্পের উন্নয়ন খুব প্রয়োজন।'
ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রতিরক্ষা ও বাহিনীর উন্নয়ন বিশ্বের নতুন সরকারি সংস্কারের উন্নয়নের প্রবণতা এবং দেশের নিরাপত্তার চাহিদার সঙ্গে খাপ খাওয়ানো উচিত্। অব্যাহতভাবে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন বাহিনীকে শক্তিশালী করে তোলার পথে চলতে হবে এবং সার্বিকভাবে আধুনিকায়ন বাস্তবায়িত হবে। ভবিষ্যতে চীনের নৌবাহিনীর সরঞ্জামের উন্নয়ন এবং জাহাজের বিজ্ঞান ও প্রযুক্তির মান প্রসঙ্গে উ সিও কুয়াং বলেন,
'সবাইকে দারুণ এক সুখবর জানাতে চাই। আমাদের গবেষণালয়ের ডিজাইনার দলের সদস্যদের গড় বয়স মাত্র ৩৭ বছর। তাদের মধ্যে ৭৩ শতাংশ সিপিসি'র সদস্য। প্রেসিডেন্ট সি বলেন, তরুণ প্রজন্মের স্বপ্ন আছে, আছে দক্ষতা ও দায়িত্ববোধ, তাই দেশের ভবিষ্যত ও আশা আছে। আমাদের এই প্রজন্মের প্রচেষ্টায় নিকট ভবিষ্যতে আমাদের জাহাজ তৈরির মান বিশ্বের শীর্ষস্থানে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।' (লিলি/টুটুল)