সিপিসি'র নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত
  2017-10-25 12:48:07  cri

অক্টোবর ২৫: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সিপিসি'র সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কেন্দ্রীয় কমিটির ২০৪ জন স্থায়ী ও ১৭২ জন বিকল্প সদস্যের সবাই অংশগ্রহণ করেন। অধিবেশনে সিপিসি'র কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অধিবেশনে সি চিন পিং সিপিসি'র সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন। এ ছাড়া, এতে কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্যবৃন্দও নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির মনোনয়নের ভিত্তিতে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলী এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্যবৃন্দ নির্বাচিত হন।

এ ছাড়া, অধিবেশনে সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সম্পাদক, উপ-সম্পাদক, ও স্থায়ী কমিটির সদস্যবৃন্দের নামতালিকা অনুমোদন করা হয়। (শিশির/আলিম/ইউয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040