অক্টোবর ২৫: আজ (বুধবার) বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নবনির্বাচিত কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। কমরেড চাও ল্য চি এতে সভাপতিত্ব করেন। সিপিসি'র সদ্যসমাপ্ত ঊনবিংশ জাতীয় কংগ্রেসে এ কমিশন গঠিত হয়।
কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের ১৩৩ জন সদস্যের সবাই প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন। এ পূর্ণাঙ্গ অধিবেশনে কমিশনের সম্পাদক, ডেপুটি সম্পাদক, এবং স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচিত হন। তাদের এ নির্বাচন অনুমোদনের জন্য সিপিসি'র কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, কমিশনের সদস্যরা সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনেও উপস্থিত ছিলেন। (ইয়ু/আলিম)